বেসামরিক নাগরিকদের হত্যায় মিয়ানমারকে প্রধান অস্ত্র সরবরাহকারী রাশিয়া ও চীন: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩২
অ- অ+

বেসামরিক নাগরিকদের হত্যায় মিয়ানমারের জান্তা সরকারকে সামরিক অস্ত্র সরবরাহ করছে চীন, রাশিয়া ও সার্বিয়া। মঙ্গলবার জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বার্তা সংস্থা এএফপি জানায়, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটির সামগ্রিক পরিস্থিতি তদন্তের উদ্দেশে টম অ্যান্ড্রুস নামে একজন বিশেষজ্ঞকে নিয়োগ দেয় জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল। মঙ্গলবার টম বহুল প্রতীক্ষিত ওই প্রতিবেদন প্রকাশ করেন।

প্রকাশিত প্রতিবেদনে টম জানান, সামরিক অভ্যুত্থানের পর বেসামরিক নাগরিকদের উপর দমন-নিপীড়ন চালায় জান্তা সরকার। এসব অভিযোগে সত্যতা থাকা স্বত্ত্বেও রাশিয়া ও চীন মিয়ানমারকে বহু যুদ্ধ বিমান, অস্ত্রবাহী গাড়ি সরবরাহ করছে। এ ছাড়া, জান্তা সরকারকে আরও অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া।

অন্যদিকে, রকেট ও গোলাবারুদ সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে সার্বিয়াকে।

মিয়ানমার কীভাবে অস্ত্র পায় তার বিস্তারিত প্রতিবেদনে উল্লেখ আছে। প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা পরিষদের স্থায়ী দুই সদস্য (রাশিয়া ও চীন), যাদের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে, তারাই মিয়ানমারকে প্রধান অস্ত্র সরবরাহকারী।

অবিলম্বে সীমিত হলেও যেসব অস্ত্র বেসামরিক নাগরিকদেরকে হত্যায় ব্যবহৃত হয়। সেসব অস্ত্রের সরবরাহ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান টম।

২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে দেড় হাজারের বেশি মানুষ মারা গেছে।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের পরিকল্পনা হতো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়: সাবেক আইজিপি
পলাতক যুগ্মসচিব ধনঞ্জয়কে বরখাস্ত করল সরকার, আছে দুর্নীতির মামলা
রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি, ভাঙচুর-অগ্নিসংযোগে আহত ২০
এশিয়াটিকের দুর্নীতির তদন্তে দুদককে হাইকোর্টের নির্দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা