মোংলাকে এলপিজি সিটি ঘোষণা বসুন্ধরার ভাইস চেয়ারম্যানের

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৫ মার্চ ২০২২, ১৯:১৩

মোংলাকে ‘এলপিজি সিটি’ হিসেবে ঘোষণা দিয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান সানভীর। শনিবার সকালে বাগেরহাটের কাটাখালি মোড়ে ‘এলপি গ্যাসের জগতে স্বাগতম’ শীর্ষক স্মারক বিলবোর্ড স্থাপন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

জানা যায়, বসুন্ধরা গ্রুপ ২২ বছর আগে প্রথমবারের মতো মোংলা বন্দরে জাহাজে করে এলপিজি জ্বালানি আমদানি করে। এর ধারাবাহিকতায় গত দশবছরে ১৫-১৬ জন এলপিজি আমদানিকারকের মাধ্যমে এ খাতে শত সহস্র লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে মোংলা বন্দর ব্যস্ততম বন্দর হিসেবে আবির্ভূত হয়।

যেহেতু মোংলা বন্দরের সিংহভাগ যোগানই আসে এলপিজি সরবরাহে, সেহেতু মোংলা বন্দর দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহৎ একটি এলপিজি হাব বা কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। এর স্বীকৃতি স্বরূপ দেশের এক নম্বর এলপিজি কোম্পানি ‘বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড’ বাগেরহাটের কাটাখালী মোড় থেকে মোংলা বন্দর পর্যন্ত এলাকাকে ‘এলপিজি জগৎ’ হিসেবে উল্লেখ করেছে।

এ উপলক্ষে কাটাখালী মোড়ে ‘এলপি গ্যাসের জগতে স্বাগতম’ শীর্ষক বিশাল বিলবোর্ড স্থাপন করা হয়েছে। সাফিয়াত সোবহান সানভীর বলেন এখন থেকে মোংলা সিটি এলপিজি সিটি অব বাংলাদেশ হিসেবে পরিচিতি পাবে। ২০-২২ বছর ধরে এলপিজি সেক্টরে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এ অঞ্চলে নম্বর ওয়ান পজিশনে ছিলেন। দায়িত্ব পাওয়ার পর আমিও শপথ নিয়েছি- বসুন্ধরা গ্রুপ নম্বর ওয়ান পজিশনে ছিল এবং আপনাদের সহযোগিতা পেলে আগামীতেও বসুন্ধরা গ্রুপ নম্বর ওয়ান পজিশনেই থাকবে। তিনি বসুন্ধরা এলপি গ্যাসের কর্মকর্তা ও পরিবেশকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা আমার সঙ্গে থাকেন বসুন্ধরা এলপি গ্যাসের সঙ্গে থাকুন। তিনি অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য বসুন্ধরা এলপি গ্যাসের খুলনা ও বাগেরহাট অঞ্চলের এক্সক্লুসিভ পরিবেশক সারাহ সুপার স্টোরকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের তৃতীয় প্রজন্মের নেতা আহমেদ ইব্রাহিম সোবহান, সিএফও মাহবুব আলম, সিওও (ব্রান্ড মার্কেটিং) এমএম জসিম উদ্দিন, হেড অব এডমিন অ্যান্ড এইচআর সাদ তানভীর, এলপি গ্যাস হেড অব সেলস প্রকৌশলী জাকারিয়া জালালসহ উর্ধতন কর্মকর্তা, পরিবেশক ও গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিডিয়া ম্যানেজার (সেক্টর এ , বসুন্ধরা গ্রুপ) কাজী রোকনউদ্দিন।

এর আগে বিশাল মটর বাইক শোভাযাত্রা সহকারে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান সানভীর অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। এসময় তাকে সারাহ সুপার স্টোরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সন্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

জানা যায়, দামে কম ও সহজলভ্যতার কারণে এলপিজি ধীরে ধীরে প্রাকৃতিক গ্যাসের স্থানটি দখল করে নেয় এবং গৃহস্থালির পাশাপাশি বাণিজ্যিক ও শিল্প খাতেও এটি বিকল্প জ্বালানি হিসেবে জায়গা নিয়েছে। গেলো পাঁচ বছরে বিকল্প জ্বালানির ভরসা হয়ে উঠেছে এলপি গ্যাস এবং সারাদেশে এর ব্যাপকতা বেড়েছে বহুগুণ।

(ঢাকাটাইমস/৫মার্চ/এআর)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন করলেন বাণিজ্য প্রতিমন্ত্রী

খলিলুর রহমান ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান

এনআরবি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন ওমর ফারুক

সিটি ব্যাংক ও রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর

চট্টগ্রামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা 

জনতা ব্যাংকে টাস্কফোর্স সভা অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড ক্যাম্পেইন উদ্বোধন 

সড়কে দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা ফেরাতে বিআরটিএর অভিযান

লাইফ ইন্স্যুরেন্স শিল্পে জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার কাজিম উদ্দিন

জনতা ব্যাংকের ‘রায়ের বাজার শাখা’ নতুন ভবনে স্থানান্তর

এই বিভাগের সব খবর

শিরোনাম :