৩৩ দিন পর জামিন পেলেন ভৈরবের সেই ইউপি চেয়ারম্যান

শপথ নিতে গিয়ে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার কিশোরগঞ্জের ভৈরবের সাদেকপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান সরকার সাফায়েত উল্লাহ ৩৩ দিন কারাভোগের পর আদালত থেকে জামিন পেয়েছেন।
সোমবার বিকাল ৩টায় কিশোরগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ ভন্দ্র পরিচালিত আদালত থেকে জামিনে মুক্ত হন তিনি।
গত ১৬ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলার ভৈরব উপজেলার সাদেকপুর ইউপি চেয়ারম্যানের শপথ অনুষ্ঠান ছিল। স্থানীয় সরকারের উপ-পরিচালক উপসচিব হাবিবুর রহমানের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম নবনির্বাচিত চেয়ারম্যানদের একসঙ্গে শপথবাক্য পাঠ করান। শপথ শেষে সম্মেলন কক্ষ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জ গোয়েন্দা পুলিশের একটি টিম সাদেকপুর ইউপি চেয়ারম্যান সরকার সাফায়েত উল্লাহকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয়। ৩৩ দিন কারাভোগের পর সোমবার জামিনে মুক্ত হন তিনি।
এ বিষয়ে ভৈরব থানার ওসি গোলাম মোস্তফা জানান, আওয়ামী লীগ নেতা মানিক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান সরকার সাফায়েত উল্লাহ। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিলো। সোমবার বিকালে কিশোরগঞ্জ জেলা আদালত তাকে জামিন দিয়েছে।
(ঢাকাটাইমস/২১মার্চ/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

মাদারীপুরে বাসচাপায় ভ্যানযাত্রী নিহত

জামালপুরে রাতের আঁধারে চুরি হচ্ছে কঙ্কাল

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

বগুড়ায় কয়েদির মৃত্যু

পুলিশ সদস্যের বিরুদ্ধে এলজিইডির সার্ভেয়ারকে মোটরসাইকেল থেকে ফেলে দেয়ার অভিযোগ

রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডারসহ ৫ সদস্য গ্রেপ্তার

আলফাডাঙ্গায় ফসলি জমিতে পুকুর খনন, অর্ধ লাখ টাকা জরিমানা

প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা নিয়ে সারাদেশে ঘুরছেন ড. আবদুল ওয়াদুদ

রিজওয়ানার গাড়িতে হামলায় ৬ আসামির জামিন মঞ্জুর
