৩৩ দিন পর জামিন পেলেন ভৈরবের সেই ইউপি চেয়ারম্যান

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২২, ২২:০৯
অ- অ+

শপথ নিতে গিয়ে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার কিশোরগঞ্জের ভৈরবের সাদেকপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান সরকার সাফায়েত উল্লাহ ৩৩ দিন কারাভোগের পর আদালত থেকে জামিন পেয়েছেন।

সোমবার বিকাল ৩টায় কিশোরগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ ভন্দ্র পরিচালিত আদালত থেকে জামিনে মুক্ত হন তিনি।

গত ১৬ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলার ভৈরব উপজেলার সাদেকপুর ইউপি চেয়ারম্যানের শপথ অনুষ্ঠান ছিল। স্থানীয় সরকারের উপ-পরিচালক উপসচিব হাবিবুর রহমানের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম নবনির্বাচিত চেয়ারম্যানদের একসঙ্গে শপথবাক্য পাঠ করান। শপথ শেষে সম্মেলন কক্ষ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জ গোয়েন্দা পুলিশের একটি টিম সাদেকপুর ইউপি চেয়ারম্যান সরকার সাফায়েত উল্লাহকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয়। ৩৩ দিন কারাভোগের পর সোমবার জামিনে মুক্ত হন তিনি।

এ বিষয়ে ভৈরব থানার ওসি গোলাম মোস্তফা জানান, আওয়ামী লীগ নেতা মানিক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান সরকার সাফায়েত উল্লাহ। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিলো। সোমবার বিকালে কিশোরগঞ্জ জেলা আদালত তাকে জামিন দিয়েছে।

(ঢাকাটাইমস/২১মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা