সোনারগাঁওয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা নিখোঁজের পরেরদিন রিমন (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিজয় নগর এলাকায় একটি ধানক্ষেত থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিমন উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নয়ানগর এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নয়া নগর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রিমন শনিবার রাত থেকে নিখোঁজ হয়। পরে রবিবার দুপুরের দিকে এলাকাবাসী ধানক্ষেতে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। উদ্ধারকৃত মরদেহের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে শিশুটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ বা মামলা হয়নি।
(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এসএ)

মন্তব্য করুন