ঈদ উপলক্ষে ২০০ যুদ্ধবন্দিকে মুক্তির প্রস্তাব হুতি বিদ্রোহীদের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৫:৫৭ | প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২২, ১৫:১৯

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০০ যুদ্ধবন্দিকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল রবিবার দেশটির আর মাসিরাহ টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন হুতি বিদ্রোহী গোষ্ঠীর যুদ্ধবন্দি বিষয়ক কমিটির প্রধান নির্বাহী আবদুল কাদের আল মুরতাদা।

সাক্ষাৎকারে আল মুরতাদা বলেন, ‘সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হওয়া বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতিসংঘ প্রতিনিধিকেও বিষয়টি জানানো হয়েছে।’

এর আগে পবিত্র রমজান মাস উপলক্ষে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল জাতিসংঘ। সে আহ্বানে সাড়া দিয়ে চলতি এপ্রিল মাসের শুরু থেকে হুতি বিদ্রোহী ও সৌদি-আমিরাত সামরিক জোটের মধ্যে যুদ্ধবিরতি চলছে।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :