তৃতীয় বিশ্বযুদ্ধ চায় না চীন, ইউক্রেনের সমাধানও চায় কূটনীতিতে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ২২:১১ | প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২২, ২০:৫৩

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর তৃতীয় বিশ্বযুদ্ধের যে আশঙ্কার কথা বলা হচ্ছে, সে বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার জানিয়ে দিয়েছে চীনের কর্তৃপক্ষ। তারা আর কোনো বিশ্বযুদ্ধের ব্যাপারে আগ্রহী নয় এবং কূটনৈতিক পন্থায় ইউক্রেন ইস্যু সমাধান চায়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন মঙ্গলবার তার দেশের এই অবস্থান তুলে ধরেন বলে বার্তা সংস্থা তাস খবর দিয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সম্প্রতি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের এক মন্তব্যের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অবস্থান জানাল।

তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকির বিষয়ে সের্গেই ল্যাভরভ বলেছিলেন, ন্যাটো রাশিয়ার সঙ্গে ছায়াযুদ্ধে লিপ্ত। তারা ক্রমেই অস্ত্র জুগিয়ে যাচ্ছে ইউক্রেনকে যা পারমাণবিক সংঘাতের ঝুঁকি তৈরি করছে। মস্কো এ ধরনের সংঘাতের ঝুঁকি এড়াতে চাইলেও তৃতীয় বিশ্বযুদ্ধের একটি সত্যিকারের সম্ভাবনা রয়েছে এখন। তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি খুবই মারাত্মক ও বাস্তব। তাই এটাকে অবমূল্যায়ন করা যায় না।’

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের শান্তি আলোচনার বিষয়ে সবারই সমর্থন করা উচিত উল্লেখ করে ওয়াং ওয়েনবিন বলেন, ‘শুধু আমরা নই, কেউ তৃতীয় বিশ্বযুদ্ধ চায় না। সংশ্লিষ্ট সব পক্ষই সহিষ্ণুতা দেখাবে এবং সংঘাত যেন না বাড়ে সেবিষয়ে সবাই সতর্ক থাকবে বলেই আমরা আশা করি।’

ইউক্রেনের সশস্ত্র সংঘাতকে কোনোভাবেই দীর্ঘায়িত হতে দেওয়া উচিত নয় উল্লেখ করে ওয়েনবিন বলেন, ‘ইউক্রেন সংঘাতে সৃষ্ট নেতিবাচক পরিণতিকে প্রতিরোধের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিতে হবে। কারণ ইউক্রেন ইস্যু শুধু ইউরোপ নয় গোটা বিশ্বের ওপরই প্রভাব ফেলছে।’

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

রাখাইনে দুর্ভিক্ষের মুখোমুখি ২০ লাখ মানুষ: জাতিসংঘ

ইসরায়েলি মন্ত্রিসভায় রদবদল, নতুন প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল ক্যাটজ 

ট্রাম্পের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বাইডেন

হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ হচ্ছেন সুসি উইলস

গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় শতাধিক নিহত

৩৭০ ফেরানোর প্রস্তাব: জম্মু ও কাশ্মীর বিধানসভায় ধস্তাধস্তি

ট্রাম্পের শপথ ২০ জানুয়ারি, অবৈধ অভিবাসীদের তাড়ানোসহ সাত কাজে অগ্রাধিকার

পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বায়ুদূষণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ 

শীর্ষ টিম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

ট্রাম্পকে ফোনে শুভেচ্ছা, যে অনুরোধ করলেন কমলা  

এই বিভাগের সব খবর

শিরোনাম :