রুশ আক্রমণ মোকাবেলায় ইউক্রেনকে সহায়তার কথা জানিয়েছেন জো বাইডেন

রাশিয়াকে আক্রমণের পরিবর্তে রুশ আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনকে সহায়তার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউজে দেওয়া এক ভাষণে এ মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ইউক্রেনের জন্য রেকর্ড ৩ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার সাহায্য প্যাকেজ দেওয়ার পরিকল্পনাও ঘোষণা করেছেন।
আর এই প্যাকেজ দ্রুত অনুমোদনের জন্য কংগ্রেসকে প্রস্তাব দিয়েছেন বলেও জানিয়েছেন বাইডেন।
এ সম্পর্কে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের এই প্যাকেজ অনুমোদন করাটা জরুরি। কারণ, এই সাহায্য ইউক্রেনের প্রতিরক্ষার জন্য সহায়ক হবে।
নতুন এই প্যাকেজের মধ্যে ২ হাজার কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দ রাখা হয়েছে সামরিক খাতে, ৮৫০ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে অর্থনৈতিক খাতে এবং ৩০০ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে মানবিক সহায়তা খাতে।
বাইডেন বলেন, ‘‘এই সাহায্য সস্তা না। কিন্তু আগ্রাসনের কাছে নতি স্বীকার করে আমরা এটাকে চলতে দিলে আরও বেশি মূল্য দিতে হবে।’’
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া সামরিক অভিযান শুরুর পর থেকেই সামরিকসহ বিভিন্ন খাতে আর্থিক সাহায্য দিচ্ছে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলো। কিন্তু নতুন এই সাহায্য প্যাকেজের পরিমাণ অনেক বেশি।
এ বিষয়ে বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ইউক্রেনকে যত সামরিক সাহায্য দিয়েছে, তা সেখানে রাশিয়ার মোতায়েন করা প্রতিটি ট্যাংকের বিপরীতে ১০টি ট্যাংক-বিধ্বংসী অস্ত্র দেওয়ার সামিল।
এরপরই বাইডেন বলেন,‘যুক্তরাষ্ট্র রাশিয়াকে আক্রমণ করছে না। আমরা ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসন থেকে নিজেদের সুরক্ষিত রাখার জন্য সাহায্য করছি।’
পুতিনকে উদ্দেশ্য করে বলেন, ‘‘পুতিন যেমন এই নৃশংস আগ্রাসন শুরুর পথ বেছে নিয়েছিলেন, তেমনি এটি শেষ করার পথও বেছে নিতে পারেন। রাশিয়া আগ্রাসী। বিশ্বকে অবশ্যই রাশিয়ার কাছ থেকে কৈফিয়ত চাইতে হবে এবং সেটি তারা করবে।’’
(ঢাকাটাইমস/২৯এপ্রিল/আরআর)
সংবাদটি শেয়ার করুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত
আন্তর্জাতিক এর সর্বশেষ

তুরস্ক ও সিরিয়াকে সাহায্যে সম্মেলনে বসছে দাতাগোষ্ঠী

বৈশ্বিক পানি সংকট নিয়ে জাতিসংঘের ব্যতিক্রমী সম্মেলন

রাশিয়ার কাছে হাইপারসনিক অস্ত্র থাকলেও ব্যবহার করা হবে না: পুতিন

চীন-রাশিয়া বন্ধুত্বের প্রশংসায় শি-পুতিন

ইরানের প্রেসিডেন্ট রাইসিকে সৌদি সফরের আমন্ত্রণ বাদশাহ সালমানের

যৌন নিপীড়ন নিয়ে মন্তব্য, রাহুল গান্ধীর বাড়িতে পুলিশ

সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন সিরিয়ার প্রেসিডেন্ট

রমজান মাসে শান্তি রক্ষার আলোচনায় মিসরে ইসরায়েল-ফিলিস্তিনের কর্মকর্তারা

ভারতে ২১ বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার, রোমানিয়ার ভিসাযোগের ধারণা বিএসএফের
