সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ মে ২০২২, ১৭:১৫

পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরমিস্ত্রি ও এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা সাতটার দিকে সাতক্ষীরা শহরের কে লাইন পরিবহন কাউন্টারের সামনে ও বিকাল ৫টার দিকে দেবহাটা উপজেলার গাজীরহাট মোড়ে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে মোটরমিস্ত্রি আজাহারুল ইসলাম (২৮) ও একই উপজেলার শিমুলিয়া আতাপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে আরিয়ান (৫)।

সদর থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন জানান, আজাহরুল ইসলাম রবিবার সন্ধ্যা সাতটার দিকে কে লাইন কাউন্টারের পাশে এমআর পরিবহনের পেছনে দাঁড়িয়ে ব্রেক-সু মেরামতের কাজ করছিল। এ সময় কে লাইনের একই কোচ পেছন দিক থেকে তাকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার লাশের ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের বাবা রবিউল ইসলাম রবিবার রাতেই সদর থানায় মামলা করেন।

দেবহাটা উপজেলার আতাপুর গ্রামের আইয়ুব আলী জানান, নানার বাড়ি উপজেলার পারুলিয়ায় যাওয়ার জন্য রবিবার বিকাল ৫টার দিকে আরিয়ান তার মায়ের সঙ্গে গাজীরহাটে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এ সময় কালিগঞ্জ থেকে সাতক্ষীরাগামী একটি পরিবহন আরিয়ানকে ধাক্কা দেয়। মারাত্মক জখম অবস্থায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ওবায়দুল্লাহ আরিয়ানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/২মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে পেট্রল পাম্পে আগুন, জনতার হামলায় আহত ফায়ারের দুই কর্মীসহ ৪

চাঁদপুরে জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

টেকনাফে টমটমচালক হত্যার রহস্য উন্মোচন, মূল হোতাসহ গ্রেপ্তার ৬

সাঁথিয়ায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার তিন কর্মকর্তা

৬ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা দেখছেন চাঁদপুর জেলা মৎস কর্মকর্তা

হাতিয়ায় ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, একজন নিখোঁজ

কুমিল্লায় পৃথক ঘটনায় পানিতে ডুবে মারা গেল ৪ শিশু

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জব্বারের বলিখেলার ১১৫তম আসরে চ্যাম্পিয়ন বাঘা শরীফ

ব্রাহ্মণবাড়িয়ায় মহারাজ আনন্দ স্বামীর ১৯৩ তম জন্মবার্ষিকী পালিত

এই বিভাগের সব খবর

শিরোনাম :