সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ মে ২০২২, ১৮:২৯ | প্রকাশিত : ০৭ মে ২০২২, ১৮:২৫

সিরাজগঞ্জের তাড়াশে সরকারি রাস্তার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের ভাগ্নে আতিকুল ইসলাম কপিল নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

শনিবার (৭ মে) সকালে উপজেলার তালম ইউনিয়নের তাড়াশ-রানীহাট আঞ্চলিক সড়কের কলামুলা এলাকা থেকে গাছটি কেটে নেওয়া হয়।

আতিকুল ইসলাম কপিল তালম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও তালম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেকের ভাগ্নে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে আতিকুল ইসলাম কপিল তাড়াশ-রানীহাট আঞ্চলিক সড়কের পূর্বপাশ থেকে একটি বড় ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে যান।

তবে আতিকুল ইসলাম কপিল বলেন, ব্যক্তি মালিকানাধীন জায়গার পাশেই ছিল গাছটি। রাতে ঝড়ে পড়ে গেছে। তবে আমি গাছ কাটার সঙ্গে জড়িত নই।

তালম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. ফিরোজ আহমেদ বলেন, রাস্তার গাছ কাটার বিষয়টি কেউ আমাদের জানায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম বলেন, গাছটি জেলা পরিষদের। ওনাদের সঙ্গে আলাপ আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/ ০৭মে/ এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :