মৌলভীবাজারে তেল মজুদ রাখায় এক প্রতিষ্ঠান সিলগালা, চারটিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
 | প্রকাশিত : ১২ মে ২০২২, ২০:০০

তেলের বাজার স্বাভাবিক করতে বৃহস্পতিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ব্যাপক অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সে সময় অতিরিক্ত দামে তেল বিক্রয় বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিসহ নানা অনিয়মের কারণে চারটি প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়, পাশাপাশি তেল মজুদ রাখায় একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেলের বাজার স্থিতিশীল করতে বৃহস্পতিবার বড়লেখায় ব্যাপক অভিযান চালানো হয়। র‌্যাব-৯ এর সহযোগিতায় পরিচালিত অভিযানকালে খুচরা ব্যবসায়ীদের পাকা ভাউচার প্রদান না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সুনামুদ্দিন ম্যানশনে অবস্থিত মা ট্রেডার্সকে ২ হাজার টাকা, পৌর মার্কেটে অবস্থিত শাহেদ ভেরাইটিজ স্টোরকে ২ হাজার টাকা, এমরান স্টোরকে ২ হাজার টাকা, হাজীগঞ্জ বাজারে অবস্থিত মেসার্স সামছু ভেরাইটিজ স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এছাড়াও অতিরিক্ত দামে ভোজ্য তেল বিক্রয় করা ও তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করার কারণে হাজীগঞ্জ বাজারে অবস্থিত মেসার্স সামছু ভেরাইটিজ ষ্টোরকে সাময়িকভাবে বন্ধ ও সিলগালা করা হয়। ওই প্রতিষ্ঠানের মজুদকৃত ৩ হাজার ৫শ লিটার ভোজ্যতেল জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল টিম উপস্থিত থেকে খুচরা দোকানদারদের নিকট পূর্বের দামে বিক্রয় করা হয়। পাশাপাশি সকল ব্যবসায়ীকে পূর্বের তেল পূর্বের দামেই বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

(ঢাকাটাইমস/১২মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :