বাংলাদেশ হবে ইউরোপ আমেরিকার সমতুল্য: আব্দুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ মে ২০২২, ২২:২০ | প্রকাশিত : ১২ মে ২০২২, ২২:১৩

বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ বিশ্বে মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুরও হবে না। বাংলাদেশ হবে ইউরোপ আমেরিকার সমতুল্য দেশ।

বৃহস্পতিবার ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সমালোচনা করে আব্দুর রহমান বলেন, কিছু রাজনৈতিক দল মনে করছে বাংলাদেশের পরিস্থিতি হবে শ্রীলঙ্কার মতো। আর এই সুযোগে তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসবে। এই দিবাস্বপ্ন কোনোদিন তাদের পূরণ হবে না। বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না। বাংলাদেশের রিজার্ভ ৫০ বিলিয়নেরও বেশি। বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুর হবে না। বাংলাদেশ হবে ইউরোপ আমেরিকার সমতুল্য কান্ট্রি। বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বিশ্বের মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সবকিছুই সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে।

দেশ ও সরকারের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে জানিয়ে আব্দুর রহমান আরও বলেন, যারা দেশ ও সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আন্দোলনের নামে দেশের মধ্যে কোনো নৈরাজ্য সৃষ্টি করলে তাদেরকে দাঁতভাঙা জবাব দিতে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।

এসময় ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৫ই আগস্ট সপরিবারে যখন হত্যা করা হয় এই খবরটি শুনে শপথ নিয়েছিলাম ফরিদপুর রাজেন্দ্রপুর মাঠে আবার ফিরে আসব, যখন পিতা হত্যার বদলা নিতে পারব।’

তিনি বলেন, ‘একটা সময় খুনি-ঘাতকরা বলেছিল- বঙ্গবন্ধুর হত্যার বিচার বাংলার মাটিতে হবে না। সেদিন খুনিরা দাম্ভিকতা করে বলেছিল- বঙ্গবন্ধুর নাম বাংলার মাটিতে আর কেউ নেবে না। কিন্তু আজ 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগানে ফরিদপুরের মাটি প্রকম্পিত হচ্ছে। হে পিতা এসে দেখে যাও তোমার নামে স্লোগানে স্লোগানে মুখরিত পুরো ফরিদপুর।’

‘বঙ্গবন্ধুকে হত্যা করার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা দিক-বেদিক ছোটাছুটি করছিল। দেশের মানুষ হতাশ হয়ে গিয়েছিল কী করবে। কারণ দেশের মানুষ বঙ্গবন্ধুকে ছাড়া কিছুই চায়নি’—যোগ করেন আব্দুর রহমান।

সম্মেলনের মাধ্যমে গুণগত মান পরিবর্তনের তাগিদ দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বলেন, সম্মেলন মানেই শুধু নতুন নেতৃত্ব সৃষ্টি করা তা নয়। এই সম্মেলনের মাধ্যমে গুণগত মান পরিবর্তন করে নতুন করে শপথ নেওয়া।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ, লে. কর্নেল অব. ফারুক খান, ডক্টর আবদুর রাজ্জাক, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আবদুস সোবহান গোলাপ এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/১২মে/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

নির্বাচন থেকে সরে দাঁড়ালে দল বিবেচনা করবে: রিজভী

হাসপাতালে বিএনপি নেতা সাবুকে দেখতে গেলেন মির্জা ফখরুল

ওবায়দুল কাদের ঘুমের মধ্যেও তারেক-বিএনপি জপতে থাকেন: সালাম

উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ‘ডেথ ভ্যালি’: রিজভী

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্র গেলেন আমীর খসরু

ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি: ওবায়দুল কাদের

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী আব্দুস সামাদের সমাধিতে আ.লীগের  শ্রদ্ধা

অসুস্থ নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যুবদল নেতা মুন্না

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের আইন উপসম্পাদক হলেন জার্জিস বিন এরতেজা

রাজধানীর ৩৫টি স্পটে যুবলীগের সুপেয় পানি, স্যালাইন ও ছাতা বিতরণ

এই বিভাগের সব খবর

শিরোনাম :