প্যারিসে স্থায়ী শহিদ মিনার নির্মাণ প্রসঙ্গে সংবাদ সম্মেলন

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০২২, ১২:২৯| আপডেট : ১৪ মে ২০২২, ১২:৪৮
অ- অ+

ফ্রান্সে তুলুজের পর রাজধানী প্যারিসে নির্মিত হতে যাচ্ছে প্রথম স্থায়ী শহিদ মিনার। ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের একটি স্বপ্নের বাস্তবায়ন হতে যাচ্ছে। ২০২৩ সালে ২১ ফেব্রুয়ারিতে স্থায়ী শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারবে সর্বসাধারণ। প্যারিসের বিখ্যাত সেন্ট ডেনিস ইউনিভার্সিটির বার্নার্ড মারি স্কয়ারে কেন্দ্রীয় শহিদ মিনারের আদলে নির্মিত হবে এই স্মৃতিস্তম্ভ, এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছে এই আয়োজনে উদ্যোক্তরা। দীর্ঘ দিন ধরে প্যারিসে স্থায়ী শহিদ মিনার নির্মাণের পরিকল্পনা চলছিল তারই বাস্তবায়ন হতে যাচ্ছে এবার। প্রশাসনিক কার্যকলাপ ও নকশা অনুমোদনের কাজও শেষ শুধু অপেক্ষা নির্মাণের। সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন উদ্যোক্তরা। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কাজী এনায়েত উল্লাহ, মূল উদ্যোক্তা স্বরুপ সদিউল, অর্থ সমন্বয়ক টিএম রেজা। সংবাদ সম্মেলন থেকে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশীদের আর্থিক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। এমন উদ্যোগ সমস্ত বাংলাদেশিদের জন্য গৌরবের, বহির্বিশ্বে বাংলাদেশের ভাষা কৃষ্টি সংস্কৃতি মেলে ধরবে, বাংলাদেশকে নিয়ে যাবে অন্য উচ্চতায়। দির্ঘদিন ধরে প্রবাসী অস্থায়ী শহিদ মিনারে শ্রদ্ধা জানালেও আগামী ২০২৩ সালে স্থায়ী শহিদবেদী ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারবে ভাষা আন্দোলনে আত্মদানকারী সব শহিদকে।

(ঢাকাটাইমস/১৪মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা