মানিকগঞ্জে ধানকাটা শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২২, ১৮:৫৭
অ- অ+

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের গর্জনা গ্রামের পানির সেচ ঘর থেকে আরিফ হোসেন (২৫) নামে এক ধানকাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা সাড়ে ৩টার দিকে মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত আরিফ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের ঝিলিম কবিরাজের ছেলে। আটক হৃদয় হোসেন (৩২) একই ইউনিয়নের পারুলিয়া গ্রামের মেহের আলী শেখের ছেলে।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম বলেন, গত বৃহস্পতিবার ইউনুছ আলী মানিকগঞ্জ শ্রমিকের হাট থেকে আরিফ হোসেন, হৃদয় হোসেন ও বাবুলকে বোরো ধানকাটার জন্য বাড়িতে নিয়ে আসেন। পূর্ব শত্রুতার জের ধরে শনিবার দুপুর ১টার দিকে ইউনুছ আলীর গর্জনা গ্রামের পানি সেচ ঘরে ধান কাটার কাচি দিয়ে আরিফকে গলা কেটে হত্যা করে হৃদয় হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় হত্যার কথা স্বীকার করে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/১৬মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা