ওয়াসার সিস্টেম অ্যানালিস্টকে শোকজ

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২২, ১৯:৩৩
অ- অ+

ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে চট্টগ্রাম ওয়াসার জরুরি ভিডিও কনফারেন্স। স্বাভাবিকভাবেই জুম মিটিংয়ে নিরবচ্ছিন্ন কারিগরি সহায়তা দেওয়ার জন্য ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ নির্দেশ দিয়েছিলেন সিস্টেম অ্যানালিস্ট শফিকুল বাশারকে। শুধু তাই নয়। সভা শুরুর আগে উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) তাহেরা ফেরদৌস বেগম ও সচিব শাহিদা ফাতেমা চৌধুরী ত্রুটিহীন উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সেবা সম্পৃক্ত করার জন্য বারবার নির্দেশ দেন সিস্টেম অ্যানালিস্টকে। কিন্তু সেই নির্দেশে ‘পাত্তা’ দেননি সিস্টেম অ্যানালিস্ট।

সেই সভায় নিরবচ্ছিন্ন সেবা তো মেলেইনি। উল্টো বারবার ইন্টারনেট আর ডিভাইসের সমস্যায় বিঘ্নিত হয়েছে সভা। এ কারণে সিস্টেম অ্যানালিস্টকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে তাঁকে।

কারণ দর্শানোর নোটিশ থেকে জানা যায়, ১৬ মে অনুষ্ঠিত এই সভায় জুম মিটিংয়ে ওয়ার্ল্ড ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যুক্ত হন ওয়াসার এমডি। কিন্তু সভা চলার সময় নিরবচ্ছিন্ন সেবা পাওয়া যায়নি। তাতে সভা মারাত্নকভাবে বিঘ্নিত হয়।

জুম মিটিং চলার সময় বারবার সার্ভার হ্যাং হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ব্যবস্থাপনা পরিচালক। পরে তিনি সচিবকে নির্দেশ দেন সিস্টেম অ্যানালিস্টকে নোটিশ দেওয়ার।

ওয়াসার সচিব শাহিদা ফাতেমা চৌধুরীর স্বাক্ষর করা এ নোটিশে সিস্টেম অ্যানালিস্টকে উদ্দেশ্যে করে আরও বলা হয়, ‘আপনার এই ধরনের দায়িত্ব অবহেলা চট্টগ্রাম ওয়াসা প্রবিধানমালা–২০২০ এর আচরণ ও শৃঙ্খলা বিধিমালার ৪৮ ধারার পরিপন্থী। এমন অবহেলার জন্য কেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না –তা সাত কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হল।’

কারণ দর্শানোর নোটিশের বিষয়ে জানতে চাইলে ঢাকা টাইমসকে বলেন, কোনো অভিযোগ নেই মন্তব্য করেন সিস্টেম অ্যানালিস্ট শফিকুল বাশার। তিনি বলেন, আসলে কোন সাংবাদিকের সাথে কথা বলতে হলে প্রটোকল সেইটেন কওে কথা বলার নির্দেশ আছে বলে জানান। আর কিছু জানতে চাইলে অফিস চলাকালে পিআরও সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। ঠিকঠাকভাবে জুম মিটিং শুরু হয়েছিল। কথা হওয়ার সময় হঠাৎ ডিভাইস হ্যাং করে। আর এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে নোটিশ দিতেই পারেন।’

ঈদের পর থেকে ওয়াসার সার্ভারেও জটিলতা শুরু হয়েছে। এ কারণে গ্রাহকেরা ব্যাংকে বিল জমা দিতে বেশ ভোগান্তি পোহাচ্ছেন। এ জটিলতাও সিস্টেম অ্যানালিস্টের কারণে হয়েছে বলে অভিযোগ রয়েছে।

অবশ্য বিষয়টি অস্বীকার করেছেন শফিকুল বাশার। তিনি বলেন, ঈদের পর সার্ভার চালু করতে গিয়ে একটু সমস্যা হয়েছে। এটা মেশিনারিজ বিষয়। সমস্যা হতেই পারে। আমরা সেটির সমস্যা সমাধানে কাজ করছি। আশা করছি দ্রুতই ঠিক হয়ে যাবে।’

(ঢাকাটাই,ম১৯মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা