সিরাজগঞ্জে লেগুনায় ট্রাকের ধাক্কা, নিহত ৫

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২২, ০৮:২৪| আপডেট : ২৬ মে ২০২২, ১১:১৭
অ- অ+

সিরাজগঞ্জে লেগুনায় ট্রাকের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন।

বুধবার রাত ২টার দিকে সলঙ্গার রামারচর এলাকায় হাটিকুমরুল-বনপাড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘রাত ২টার দিকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে লেগুনার মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। আহত হন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ভোরে হাটিকুমরুল সাখাওয়াত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

নিহতরা হলেন— নাটোরের গুরুদাসপুর থানার জুমাইগর গ্রামের হায়দার আলী (৪০), বাগাতিপাড়া থানার ছোট পাকা গ্রামের মুকুল হোসেন (৩৫) ও মনির হোসেন (৩৪), বাসাবাড়িয়া গ্রামের মকবুল হোসেন (৩৫) ও আবদুল হালিম (৩৫)।

(ঢাকাটাইমস/২৬মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা
তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা