গ্রিসের দুটি তেল ট্যাংকার আটক করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২২, ১১:৩৮
অ- অ+

শুক্রবার গ্রিসের দুটি তেল ট্যাংকার পারস্য উপসাগর থেকে আটক করেছে ইরান।

আলজাজিরা জানায়, গ্রিস তার জলসীমা থেকে একটি ইরানি তেল ট্যাংকার আটকের কয়েক দিনের মাথায় পাল্টা পদক্ষেপ হিসেবে দুটি তেল ট্যাংকার আটক করেছে ইরান।

শুক্রবার নিজেরে অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, তাদের নৌবাহিনী আইন লঙ্ঘনের অভিযোগে শুক্রবার পারস্য উপসাগর থেকে গ্রিসের দু’টি তেল ট্যাংকার আটক করেছে।

তবে গ্রিসের তেল ট্যাংকার দুটি কী ধরনের আইন লঙ্ঘন করেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আইআরজিসি।

গতকাল শুক্রবার ইরানের বার্তাসংস্থা নূর নিউজ জানিয়েছিল, গ্রিসের হাতে ইরানি তেল ট্যাংকার আটকের ঘটনায় দেশটির বিরুদ্ধে ‘শাস্তিমূলক ব্যবস্থা’ নেবে তেহরান। তবে গ্রিসের বিরুদ্ধে কী ধরণের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে তখন কিছু জানায়নি ইরান।

ইরানের পক্ষ থেকে ট্যাংকারটিকে ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হলেও গ্রিস সরকার ইরানি তেল ট্যাংকারটির তেল অন্য একটি ট্যাংকারে স্থানান্তর করে তা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে।

ওই ঘটনাকে ‘সম্পূর্ণ জলদস্যুতা’ এবং এতে আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘিত হয়েছে বলে দাবি করেছিল ইরান।

ইরানের বাহিনী কর্তৃক তেল ট্যাংকার আটকের ঘটনার বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক সংস্থাকে অবহিত করেছে বলে জানিয়েছে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী।

(ঢাকাটাইমস/২৮মে/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাল-পরশু বাড়বে বৃষ্টি, কমবে তাপমাত্রা
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা