প্রশাসনে চার জ্যেষ্ঠ সহকারী সচিব ও এক সহকারী সচিবের বদলি

প্রশাসনে জ্যেষ্ঠ সহকারী সচিব পদ মর্যদার চার কর্মকর্তা ও সহকারী সচিব পদ মর্যাদার এক কর্মকর্তাকে বদলি করেছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ও কে. এম. আল আমীন স্বাক্ষরিত আলাদা চারটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কে. এম. আল আমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার কাবেরী জালালকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের লক্ষ্যে তাকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যাস্ত করা হয়েছে। আর ঢাকা সিসি অফিসে সংযুক্ত জ্যেষ্ঠ সহকারী সচিব সাহিদা আক্তারকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের লক্ষ্যে তাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যাস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কে. এম. আল আমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, চাঁদপুরের উত্তর মতলবের উপজেলা নির্বাহী কর্মকর্তা ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলির আদেশাধীন) গাজী শরিফুল হাসানকে শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক রকিবুর রহমান খানকে কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মুক্তিযোদ্ধার বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব (ক্যাডার বর্হিভূত) কাজী আলী রেজাকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সহকারী সচিব (ক্যাডার বর্হিভূত) হিসেবে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/৩০মে/এএ)
সংবাদটি শেয়ার করুন
প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত
প্রশাসন এর সর্বশেষ

ভিন্ন ধারার সংকটকালে পুলিশের তিন গুরু দায়িত্ব, ডায়নামিক একজন বেনজীর আহমেদ

ফেব্রুয়ারি মাসে ডিএমপিতে যারা সেরা

র্যাব মুখপাত্রের জন্মদিন উদযাপন

গ্রেড-১-এ পদোন্নতি পেলেন স্বাস্থ্যের অতিরিক্ত সচিব জেবুননেছা বেগম

যে শর্তে বিভাগীয় মামলা থেকে অব্যাহতি পেলেন পুলিশ কর্মকর্তা

অবসরে যাচ্ছেন এক উপসচিব

এক উপসচিব ও দুই সহকারী সচিবকে বদলি

পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনালের চেয়ারম্যান হলেন সাবেক রাষ্ট্রদূত তারিক করিম
