সোনারগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৯ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০২২, ১৬:৩৪| আপডেট : ০১ জুন ২০২২, ১৬:৪৬
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ নয় ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপরদী এলাকায় চৈতী কম্পোজিট গার্মেন্টসের সামনে থেকে সংঘবদ্ধ ওই ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সোনারগাঁও থানার গোয়ালদী এলাকার শহীদের ছেলে কাউছার (২৩), কাদিরগঞ্জ প্রতাপনগর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শরীফ (২৫), এনায়েত উল্লার ছেলে জসিম (২৩), গোয়ালদী এলাকার জামালের বাড়ির ভাড়াটিয়া সোনাইমিয়ার ছেলে শোবেল মিয়া (২৮), প্রেমের বাজার এলাকার জয়নালের ছেলে সানি (১৯), গোয়ালদী এলাকার জামালের ছেলে বিজয় (২৪), মসুরা কান্দা এলাকার শাহ আলমের ছেলে জুয়েল(১৯), নীলকান্দা নামাপাড়া এলাকার ইসমাইলের ছেলে নজির ইসলাম (২০), ও হামছাদী এলাকার হযরত আলীর ছেলে রকি (২৫)।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই মাসুদ রানা, এসআই মিজানুর রহমান সজীব, এএসআই মজিবুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। এসময় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের নয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ব্যবহৃত নীল রংয়ের একটি পিকআপ ভ্যান ও একটি ধারালো তালোয়ার, দুটি ছেনা, একটি কাটার, একটি চাপাতি, আটটি মোবাইল জব্দ করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতরা কুরবানির ঈদকে সামনে রেখে মহাসড়কের বিভিন্ন স্থানে তাদের ব্যবহৃত পিকআপ ভ্যান দিয়ে ডাকাতি করার চেষ্টা করছিলো। এ ঘটনায় মামলা দায়ের করে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে নগরভবনে তালা
জামালপুরের মেলান্দহে সুইপার কলোনিতে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু 
নোয়াখালীতে বন্দুকসহ মাদক কারবারি আটক 
যেভাবে আওয়ামী লীগবিরোধী মুখ হয়ে ওঠেন আন্দালিব পার্থ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা