হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে ইনসাফ বারাকাহ হাসপাতালের স্বাস্থ্যসেবা চুক্তি

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জুন ২০২২, ১৮:১৮

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের একটি স্বাস্থ্যসেবা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম এর কর্মকর্তা-কর্মচারী এবং পারিবারিক সদস্যরা ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবায় ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।

হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেনের উপস্থিতিতে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম এর সভাপতি এম এম রাশেদ রাব্বি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম এর সহ-সভাপতি সেবিকা দেবনাথ, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, কোষাধক্ষ্য বায়েজিদ মুন্সি, ইনসাফ বারাকাহ হাসপাতালের জেনারেল ম্যানেজার মোজাফফর হাসান খান মজলিস, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. হাফিজুর রহমান, পাবলিক রিলেশন অফিসার মো. সোহরাব হোসেন আকন্দ সহকারী ম্যানেজার (বিপণন ও মিডিয়া) এইচএম দুলাল, সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট) মো. হিরো মিয়া, সাদ আব্দুল্লাহ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২জুন/ওএফ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :