গতিপথ খুঁজে পেয়েছেন সামিরা মাহি

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২২, ১০:৪৯
অ- অ+

বর্তমান সময়ের অত্যন্ত প্রতিভাবান একজন নাট্য অভিনেত্রী সামিরা মাহি। তার অভিনয় ক্যারিয়ার খুব বেশি দিনের নয়। এরই মধ্যে উপহার দিয়েছেন বেশ কয়েকটি দর্শকপ্রিয় নাটক। কয়েক বছরের আপ্রাণ চেষ্টায় নিজের গতিপথ খুঁজে পেয়েছেন অভিনেত্রী। ঠিকভাবে চিনতে শুরু করেছেন নিজেকে।

মাহির কথায়, ‘এখন নিজেকে অনেকটাই বুঝতে পারি। প্রথম যখন অভিনয় শুরু করি, তখন আমি কে, কী চাই, কী বলতে চাই, বুঝতাম না। অভিনেত্রী হওয়ার ইচ্ছা শুরু থেকেই ছিল। কিন্তু কী ধরনের চরিত্রে, কী ধরনের গল্পে কাজ করতে চাই, সেটা জানতাম না। এত দিনে এসে সত্যিই পথ খুঁজে পেয়েছি আমি।’

ইদানীং গল্প বাছাইয়ে সতর্ক হয়েছেন সামিরা মাহি। অনেক বুঝেশুনে হিসাব কষে নির্বাচন করছেন চরিত্র। মাহি বলেন, ‘আমি এখন এমন নাটক করছি, যেটা মানুষকে ভালো বার্তা দেবে, বৃহৎ সংখ্যক দর্শকের কাছে পৌঁছাবে। যেগুলো দর্শক পরিবার নিয়ে দেখতে পারবেন। এটাই এখন আমার একমাত্র লক্ষ্য।’

সম্প্রতি ইউটিউবে অবমুক্ত হয়েছে সামিরা মাহির নতুন নাটক ‘তবুও ভালোবাসি’। এখানে তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান। এই প্রথমবার একসঙ্গে কাজ করলেন এ জুটি। ‘তবুও ভালোবাসি’ নাটকটি গত পাঁচ দিনে ১৬ লাখের বেশি দর্শক দেখে ফেলেছেন।

এদিকে, গেল রোজার ঈদে মাহি অভিনীত প্রয়োজন, হাঙর, প্রেম এমনই, প্রেমের বান, কুরুম্যান, প্রেমে পাগল, নয়া লায়লা নয়া মজনু, অপশনাল বয়ফ্রেন্ড, রিচ কিড, ফেরিওয়ালা নাটকগুলো বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হয়েছে। সবগুলো নাটকই বেশ আলোচিত হয়েছে। প্রশংসিত হয়েছে মাহির অভিনয়।

সাফল্যের এমন মসৃণ পথে হাঁটলেও মাহি ভুলে যাননি তার অতীত, সংগ্রামের অধ্যায়। শোবিজের জার্নিটা খুব সহজ ছিল না তার জন্য। কারণ, অভিনয় জীবনের শুরুর দিকে নানা কটূ কথা শুনতে হয়েছে এই অভিনেত্রীকে। সে সব পায়ে মাড়িয়ে এখন কাজ করে যাচ্ছেন আপন গতিতে।

(ঢাকাটাইমস/০৪ জুন/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ-উত্তোলন-বিক্রয় নিষিদ্ধ 
গত ৮ মাসে পাচার হয়েছে ৯০ হাজার কোটি টাকা: মির্জা আব্বাস
গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: তথ্য উপদেষ্টা
পাকিস্তান সফরে সরকারের সবুজ সংকেত পেল টাইগাররা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা