লেখক সম্মাননা দেবে সাব-এডিটরস কাউন্সিল

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ জুন ২০২২, ২১:১৩
অ- অ+

সংগঠনের সদস্য লেখকদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। সম্মাননার জন্য বইসহ তথ্য আহ্বান করা হচ্ছে। ৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বই জমা দেওয়া যাবে।

শর্তাবলী: ১. ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্যরা শুধু আবেদন করতে পারবেন। ২. একজন লেখকের অন্তত প্রকাশিত দুটি বই থাকতে হবে। ৩. গল্প-উপন্যাস, কবিতা, ইতিহাস-গবেষণা, শিশুসাহিত্য, ভ্রমণ-বিজ্ঞান, অনুবাদ এই ছয় ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হবে। ৪. একজন লেখক একটি ক্যাটাগরিতে বই জমা দিতে পারবেন। ৫. ‘দুটি ভিন্ন বই’জমা দিতে হবে। বই জমা দেওয়ার সময় সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত জমা দিতে হবে, যেখানে বই দুটির নাম, প্রকাশনা প্রতিষ্ঠানের নাম, প্রকাশ সালসহ সারসংক্ষেপের আলাদা দুটি অনুচ্ছেদ থাকতে হবে। একটি বইয়ের সারসংক্ষেপ অনধিক ৩০০ শব্দের মধ্যে হতে হবে। ৬. প্রতি ক্যাটাগরিতে জুরিবোর্ডের মাধ্যমে নির্বাচিত দুইজনকে সম্মাননা দেওয়া হবে। ৭. নির্বাচিতদের নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে। ৮. বইয়ের কপিরাইট বা অন্যান্য আইনি ইস্যুতে জটিলতা হলে তা লেখকের ওপর বর্তাবে। সংগঠন কোনো দায় নেবে না।

বই জমা দেওয়ার নিয়ম: ৫ জুন ২০২২ থেকে ৩০ জুন ২০২২ পর্যন্ত সম্মাননার জন্য বই জমা দেওয়া যাবে। ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের অফিস (৫৫/১ ইসলাম এস্টেট, পুরানা পল্টন, তৃতীয় তলায় বই জমা দেওয়া যাবে)। সরাসরি কিংবা কুরিয়ারে বই পাঠানো যাবে।

৬. এ ছাড়া সম্মাননা প্রদান উপ-কমিটির আহ্বায়ক কবীর আলমগীরের (০১৬৭৪-২৮২২৫৭) সঙ্গে যোগাযোগ করে বই জমা দেওয়া যাবে। ৭. নিয়ম না মেনে বই জমা দেওয়া হলে তা বাতিল বলে গণ্য হবে।

নির্বাচিতদের অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা দেওয়া হবে। অনুষ্ঠানের দিনক্ষণ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

(ঢাকাটাইমস/৪জুন/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা