জামিন পেলেন সাংবাদিক ফজলে এলাহী

রাঙ্গামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২২, ১৪:৩৩| আপডেট : ০৮ জুন ২০২২, ১৫:২৭
অ- অ+

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার রাঙ্গামাটির সাংবাদিক ফজলে এলাহীকে জামিন দিয়েছে আদালত। বুধবার দুপুর দেড়টার দিকে রাঙ্গামাটির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা বেগম মুক্তা তাকে জামিন দেন।

এর আগে বুধবার সকাল সোয়া ৯টার দিকে তার জামিন আবেদন করা হয় বলে জানান ফজলে এলাহীর আইনজীবী মুক্তার হোসেন। সাংবাদিকদের তিনি বলেন, ফজলে এলাহীকে ৭ দিনের অন্তর্বর্তী জামিন দিয়েছে আদালত। এ সময়ের মধ্যে তাকে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে।

ফজলে এলাহী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের স্থানীয় দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক। দৈনিক কালের কণ্ঠ ও বেসরকারি টেলিভিশন এনটিভির রাঙ্গামাটি প্রতিনিধিও তিনি।

২০২১ সালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া এক মামলায় মঙ্গলবার বিকালে ফজলে এলাহীকে গ্রেপ্তার করে রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশ।

মামলার পরোয়ানায় বাদীর নাম লেখা নাজনীন আনোয়ার। তিনি সাবেক এমপি ফিরোজা বেগম চিনুর মেয়ে। চিনু বর্তমানে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন।

(ঢাকাটাইমস/০৮জুন/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা