দিল্লিতে পার্কিং লটে আগুন, পুড়েছে ৯০ যানবাহন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ জুন ২০২২, ১৬:৩৫ | প্রকাশিত : ০৮ জুন ২০২২, ১৫:৩৭

ভারতের রাজধানী দিল্লিতে স্থানীয় সময় বুধবার ভোর ৫টা নাগাদ জামিয়া নগরের একটি ইলেক্ট্রিক গাড়ি পার্কিং লটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের ১১টি ইউনিট ছুটে আসে। কয়েক ঘণ্টার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, অগ্নিকাণ্ডের ঘটনায় ৯০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এদরে মধ্যে রয়েছে ১০টি ইলেক্ট্রিক গাড়ি, একটি বাইক, দুটি স্কুটি এবং ৩০টি নতুন ই-রিকশা। আরও অন্তত ৫০টি ই-রিকশা সেখানেই রাখা ছিল। সবগুলোই আগুনে পুড়ে গিয়েছে।

দমকল সূত্র জানিয়েছে, ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি।

সম্প্রতি দিল্লিতে বেড়েছে অগ্নিকাণ্ডের ঘটনা। কিছুদিন আগে একটি অফিসবাড়িতে আগুন লেগে ২৭ জনের মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দিল্লিতে।

(ঢাকাটাইমস/০৮জুন/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :