সমুদ্রের তলদেশে ১৭ বিলিয়ন ডলার মূল্যের সম্পদে ভর্তি দুটি জাহাজের সন্ধান

কলম্বিয়ার উপকূলে ১৭০৮ সালে ডুবে যাওয়া দুটি জাহাজের সন্ধান পাওয়া গেছে। জাহাজ দুটিতে আনুমানিক ১৭ বিলিয়ন ডলার মূল্যের সোনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দ্য নিউজ উইক সাময়িকিতে ওঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্যটি।
জাহাজ দুটি ডুবে যাওয়া বিখ্যাত জাহাজ সান জোসের ধ্বংসাবশেষের কাছে পাওয়া গেছে। সান জোসে জাহাজটি ১৭০৮ সালে ৬২ বন্দুক, তিন-মাস্টেড গ্যালিয়ন এবং ৬০০ আরোহী এবং অনেক মূল্যবান জিনিস-পত্র সমেত ডুবিয়ে দেয় ব্রিটিশরা। এসবের মূল্য আনুমানিক ১৭ বিলিয়ন হবে বলে ধারণা করছেন গবেষকরা।
সমুদ্র তলদেশে আবিষ্কৃত জাহাজ দুটির ভিডিওতে অসংখ্য স্বর্ণমুদ্রা দেখা গেছে।
কলম্বিয়ান সরকারের কাছ থেকে প্রাপ্ত ফুটেজে দেখা গেছে, দূর নিয়ন্ত্রিত উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি সমুদ্রতলে নামানো হচ্ছে। এ প্রযুক্তির যন্ত্রপাতিগুলো ৩ হাজার ১০০ ফুট গভীর পর্যন্ত পাঠানো হয়েছিল।
ফুটেজে জাহাজ দুটিকে সমুদ্রের নিচে সুন্দরভাবে বসে থাকতে দেখা গেছে।
কলম্বিয়ান কর্তৃপক্ষ বলেছে, জাহাজ দুটি দেখে মনে হয়েছে কলম্বিয়া যখন স্প্যানিশ ওপনিবেশে ছিল তখনকার সময়ের তৈরি। ১৮১০ সালে স্পেন থেকে স্বাধীন হয় কলম্বিয়া।
কলম্বিয়ান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল গ্যাব্রিয়েল পেরেজ বলেছেন, খোঁজ পাওয়া জাহাজগুলিতে আগে কেউই অনুনসন্ধান চালায়নি। তাদের ব্যবহৃত প্রযুক্তির মাধ্যমে এটা নিশ্চিত হওয়া গেছে।
(ঢাকাটাইমস/১০জুন/এসএটি)
সংবাদটি শেয়ার করুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত
আন্তর্জাতিক এর সর্বশেষ

কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ ৩ জন নিহত

ডলার বাদ দিয়ে অভিন্ন মুদ্রা চালুর পক্ষে দক্ষিণ আমেরিকার দেশগুলো

তিন বছরের মধ্যে প্রথম চীন সফরে ইলন মাস্ক

আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের জামিনের মেয়াদ বাড়ল ১৯ জুন পর্যন্ত

লেবাননে বিস্ফোরণে ৫ ফিলিস্তিনি নিহত, অভিযোগ ইসরায়েলের দিকে

বিশ্ববাজারে গমের মূল্য আড়াই বছরে সর্বনিম্ন

ইরানের এক ক্ষেপণাস্ত্র একসঙ্গে ৮০ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম

ইমরান খানের বিচার সামরিক আদালতে হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজিল্যান্ডের উপকূলে ৬.২ মাত্রার ভূমিকম্প
