উত্তর কোরিয়ার ইতিহাসে প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী শোয়ে সন-হুই

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০২২, ১১:২৭
অ- অ+

উত্তর কোরিয়ার ইতিহাসে প্রথমবার নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির অভিজ্ঞ কূটনীতিক শোয়ে সন-হুই।

বার্তা সংস্থা এএফপি জানায়, শোয়ে সন-হুই দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশটির প্রেসিডেন্ট কিম জং-উনের নেতৃত্বে ক্ষমতাসীন দলের এক বৈঠকে তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে কূটনীতিক হিসেবে শোয়ে সন-হুই তার দক্ষতার প্রমাণ রেখেছেন। পারমাণবিক কর্মসূচি নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার সময়ও উপস্থিত ছিলেন তিনি।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে হ্যানয়তে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার আলোচনা ফলপ্রসূ না হওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘আমি মনে করি উত্তর কোরিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র সুবর্ণ সুযোগ হারিয়েছে।’

সম্প্রতি, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে স্বল্পমাত্রার আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে উত্তর কোরিয়া।

এর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়াকে চরম পরিণতি ভোগের হুঁশিয়ার দিয়েছে যুক্তরাষ্ট্র।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের উত্তেজনার মধ্যেই কিম জং-উন সরকার শোয়ে সন-হুইকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিল।

(ঢাকাটাইমস/১১জুন/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা