বর্ণবাদের কারণে অবসর নিতে চেয়েছিলেন এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২২, ১৮:৪৫
অ- অ+

গুঞ্জন উঠেছিলো আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেবেন ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। তবে এত তাড়াতাড়ি কেন, সেটার আসল কারণ বললেন এই পিএসজি তারকা। মূলত বাজে পারফরম্যান্সের জন্য নয়, বর্ণবাদের শিকার হয়েছিলেন বলেই অবসর নিতে চেয়েছিলেন এমবাপ্পে।

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের ট্রফি নিজেদের করে নেওয়ার পর ইউরো চ্যাম্পিয়নশিপে অংশ নেয় ফ্রান্স। কিন্তু সুবিধা করতে পারেননি ফরাসিরা। এই টুর্নামেন্টে অনেকটা ফর্মহীন ছিলেন কিলিয়ান এমবাপ্পে। আবার পেনাল্টিও মিস করেন তিনি। সেটাকে পুঁজি করে সমালোচকরা বলতে থাকন, অবসরে যাচ্ছেন তিনি।

এমন সমালোচকদের একজন ছিলেন ফ্রান্স ফুটবল প্রধান। তিনিই মূলত বলেছিলেন ফর্মহীনতার জন্যেই অবসর নেবেন এমবাপ্পে। এবার তার সেই মন্তব্যে ক্ষুব্ধ এমবাপ্পে। এক টুইট বার্তায় লিখেছেন, ‘আমি স্পষ্টভাবে ব্যাখ্যা করেছিলাম যে বিষয়টি বর্ণবাদের সঙ্গে সম্পর্কিত এবং (ইউরোয়) পেনাল্টি বিষয়ক নয়। তবে বর্ণবাদের কোনো ঘটনা সেখানে ছিল বলে মানতেই চাননি তিনি।’

(ঢাকাটাইমস/২০জুন/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা