অস্ত্র বেচার সময় হাতেনাতে আটক ‘কুখ্যাত ডাকাত’ সাজ্জাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২২, ১৮:৪০
অ- অ+

দেশীয় আগ্নেয়াস্ত্র বিক্রি করতে গিয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের হাতে আটক হয়েছেন সাজ্জাদ নামে (৩০) এক ব্যক্তি। কোস্টগার্ড বলছে, আটক সাজ্জাদ একজন কুখ্যাত ডাকাত। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলি, চার রাউন্ড গুলি ও দুইটি দেশীয় অস্ত্র।

বুধবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

খন্দকার মুনিফ তকি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় কর্ণফুলী নদী সংলগ্ন এলাকায় বাঁশখালীর একজন কুখ্যাত ডাকাত অস্ত্র বিক্রির উদ্দেশে আসবেন। সে অনুযায়ী মঙ্গলবার দিবাগত রাত একটায় কোস্ট গার্ড পূর্ব জোন একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

তিনি বলেন, অভিযান চলাকালীন অস্ত্র বিক্রি করার সময় অস্ত্র ব্যবসায়ী সাজ্জাদ (৩০) কে বিক্রির উদ্দেশে আনা একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলিসহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে আরও ২টি আগ্নেয়াস্ত্র, ২টি দেশীয় অস্ত্র এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মুনিফ তকি আরও বলেন, আটক সাজ্জাদ, জব্দকৃত অস্ত্র ও গোলা এবং অন্যান্য মালামাল কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানে কুখ্যাত ১টি বাটন মোবাইল ও নগদ ২৭ হাজার ১৭৫ টাকাও জব্দ করা হয়।

আটক সাজ্জাদের বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার বাঁশখালী পশ্চিম পুকুরী গ্রামে।

(ঢাকাটাইমস/২২জুন/কেআর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ
গাজায় ইসরাইলের হামলায় আরও ৯৪ জন ফিলিস্তিনি নিহত
কলা খেলেই সুস্থ-সবল থাকবে কিডনি, ওজন কমবে তাড়াতাড়ি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা