নেত্রকোণায় বানভাসিদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২২, ১৬:১৬
অ- অ+

নেত্রকোণার বন্যায় ক্ষতিগ্রস্ত খালিয়াজুরী, মদন, মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলার প্রায় দুই হাজার বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

শনিবার দিনব্যাপী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেত্রকোণা জেলা বিএনপির উদ্যোগে ট্রলার নিয়ে বন্যাদুর্গত প্রত্যন্ত এলাকায় ত্রাণ বিতরণ করেন তারা।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, তেল, লবণ, চিনি, আলু, পেঁয়াজ, রসুন, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি ও দিয়াশলাই।

নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক ও সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমে কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা (উত্তর) বিএনপির আহ্বায়ক সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, ঢাকা (উত্তর) বিএনপির সদস্য তাবিথ আওয়াল, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডা. দেলোয়ার হোসেন টিটু, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন মিল্কী, জেলা

যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, সহ-সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন খান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আকিকুর রেজা খোকন, জেলা ছাত্রদলের সম্পাদক অনীক মাহবুব চৌধুরীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

(ঢাকাটাইমস/২৫জুন/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৩ হাজার পৃষ্ঠার নথিতেও এনসিপি টেকেনি ইসির বাছাইয়ে
চট্রগ্রামে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ উদ্যোগে ট্র্যাফিক প্রশিক্ষণ কর্মশালা
নারীর শরীরে লুকানো ছিল ৩৭ হাজার ইয়াবা!
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেল বিকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা