পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটককারী যুবককে ধরেছে সিআইডি

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০২২, ১৮:২৩| আপডেট : ২৬ জুন ২০২২, ১৯:৩৫
অ- অ+

পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক করা সেই যুবক আটক হয়েছেন। বায়েজিদ নামের ওই যুবককে রবিবার বিকালে রাজধানীর শান্তিনগরে বেইলি রোড থেকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

এর আগে কাইসার ৭১ (Kaisar71) নামক একটি টিকটক অ্যাকাউন্টের লোগো লাগানো ৩৬ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হলে তা নিয়ে শুরু হয় সমালোচনা। এ নিয়ে ঢাকাটাইমস সংবাদও প্রকাশ করে।

বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে তাকে ধরতে অভিযান শুরু হয়। এরপরই তাকে আটক করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার—সিপিসি। এর আগে সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান এ বিষয়ে তড়িৎ ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।

এই নির্দেশনা পেয়ে সিপিসি টিকটক করা সেই যুবকের অবস্থান শনাক্ত করে। পরে তাকে বেইলি রোড এলাকা থেকে আটক করা হয়। বর্তমানে আটক যুবক সিআইডি হেফাজতে আছেন। তার বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফ করে বিস্তারিত জানাবে সিআইডি।

ভিডিওটিতে দেখা গেছে, এক যুবক পদ্মা সেতুর কংক্রিটের রেলিংয়ের ওপর দিয়ে লোহার রেলিংয়ের দুইটি নাট খুলছেন। এই নাট দুইটি দিয়ে লোহার রেলিংটি আটকানো রয়েছে কংক্রিটের রেলিংয়ের সঙ্গে। এরপর সেই যুবক নাট দুটি বাম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে ডান হাতে নেন এবং আবার বাম হাতের ওপর রাখেন।

নাট দুটি খুলে হাতের ওপর রেখে বলেন—‘এই হলো আমাদের পদ্মা সেতু। আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু।’ এসময় পাশ থেকে আরেকজনকে বলতে শোনা যায়, ‘নাট খুলে ভাইরাল করে দিয়েন না।’

(ঢাকাটাইমস/২৬মে/এসএস/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ
গাজায় ইসরাইলের হামলায় আরও ৯৪ জন ফিলিস্তিনি নিহত
কলা খেলেই সুস্থ-সবল থাকবে কিডনি, ওজন কমবে তাড়াতাড়ি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা