শুল্কছাড়ে চাল আমদানির আবেদন নেওয়া হবে ১৭ জুলাই পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জুন ২০২২, ১৭:৫৬
অ- অ+

চালের বাজার নিয়ন্ত্রণে সরকারের হ্রাসকৃত শুল্কহারে চাল আমদানির জন্য বেসরকারি পর্যায়ের তবে ব্যক্তি ও প্রতিষ্ঠান আগামী ১৭ জুলাই পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করতে পারবে। মন্ত্রণালয়ের নির্দিষ্ট ফরমে আবেদন শুরু আজ সোমবার থেকে ।

বেশ কিছুদিন ধরে দেশে চালের বাজার অস্থির। ভরা বোরো মৌসুমেও উর্ধ্বমুখী চালের দাম। এ পরিস্থিতিতে চালের বাজার নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পর্যায়ে শুল্কছাড় দেয়। এই শুল্কছাড়ের মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, শুল্কছাড়ে চাল আমদানির জন্য আজ ২৭ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ১৭ জুলাই পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের সচিববের বরাবর আবেদন করা যাবে।

আবেদনকারীদের মধ্য থেকে চাল আমদানির অনুমতি দিয়ে পরে তালিকা প্রকাশ করা হবে বলে জানান সূত্র।

বাজারে বর্তমানে মোটা চালের প্রতি কেজির দাম ৫০ টাকার বেশি। মানভেদে চিকন চালের দাম ৬৫ থেকে ৮০ টাকা কেজি।

শুল্ক কমানোর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ২৩ জুন চালের আমদানি শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে শূন্য এবং নিয়ন্ত্রকমূলক শুল্ক ২৫ থেকে কমিয়ে ১০ করা হয়।

(ঢাকাটাইমস/২৭জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যারা পিআর নির্বাচন চাইছে তারা ‘চরের দল’: সালাহউদ্দিন
ইমন-হৃদয়ের অর্ধশতকে লড়াকু পুঁজি বাংলাদেশের
মালয়েশিয়ার অভিযোগে জঙ্গি সন্দেহে ঢাকায় গ্রেপ্তার তিনজন কারাগারে
পালিয়ে যাওয়া আওয়ামী নেতাদের দমন-পীড়ন ছিল ইয়াজিদের সমতুল্য: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা