ভেজা আউটফিল্ড, খেলা শুরু হতে দেরি

তৃতীয় দিনের মতো চতুর্থ দিনেও সেন্ট লুসিয়ায় বৃষ্টি পড়েছে। তাতেই ভিজেছে আউটফিল্ড। এজন্য চতুর্থ দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। সবকিছু ঠিকঠাক হলে মাঠে ব্যাট করতে নামবে বাংলাদেশ দল।
গতকাল তৃতীয় দিন তিনবার বৃষ্টির বাধায় খেলা হয় মাত্র ৫৬.৩ ওভার। বৃষ্টি বিঘ্নিত দিনেও হতাশার মধ্যেই সময় পার করেছে সফররত বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৭৪ রানের লিডের বিপরীতে ব্যাট করতে নেমে ১৩৬ রান তুলতেই মূল্যবান ছয়টি উইকেট হারিয়েছে টাইগাররা। তাতেই পড়েছে ইনিংসে হারের শঙ্কায়। ইনিংস হার ঠেকাতে এখও দরকার ৪২ রান।
এর আগের ম্যাচের শুরুতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৩৪ রান করেছিলো রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে স্বাগতিকরা তুলেছে ৪০৮ রান। দলের পক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছেন কাইল মেয়ার্স। এছাড়া অর্ধশতকের দেখা পেয়েছেন দলনেতা ও ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট।
(ঢাকাটাইমস/২৭জুন/ এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

ওয়ানডে সিরিজও জিতে নিল জিম্বাবুয়ে

দ্বিতীয় ওয়ানডেতেও জিম্বাবুয়ের দুই সেঞ্চুরি

রাজার পর চাকাভার ফিফটি, ঘুরে দাঁড়িয়েছে জিম্বাবুয়ে

জিম্বাবুয়েকে চাপে রেখেছে বাংলাদেশ

মিরাজের প্রথম শিকার ম্যাধভের

দুই ওভারেই দুই ব্যাটারকে ফেরালেন হাসান মাহমুদ

কারাতে প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন

মাহমুদউল্লাহর লড়াকু ইনিংসে বাংলাদেশের ২৯০

সহজেই সিরিজ জিতল ভারত
