দুদক এনফোর্সমেন্ট টিম আজ ৬টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ নিয়েছে

দেশের বিভিন্ন জায়গায় ভ্যাট (রাজস্ব) আদায়ে ঘুষ দাবি ও এডিপি বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগসহ ৬টি অভিযোগের বিষয়ে আজ দুদক এনফোর্সমেন্ট টিম পদক্ষেপ নিয়েছে।
সোমবার রাতে দুদকের জনসংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে জানানো হয়।
দুদক জানায়, ঢাকার বিভাগীয় দপ্তরে আওতাধীন সাভারের ইয়ারপুর সার্কেলের কর্মকর্তার বিরুদ্ধে ভ্যাট (রাজস্ব) আদায়ে ঘুষ দাবির অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রেক্ষিতে আজ দুদক, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর উপসহকারী পরিচালক জনাব এস এম আনিসুজ্জামান এর নেতৃত্বে এবং উপসহকারী পরিচালক জনাব মাহমুদুল হাসান এর সমন্বয়ে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে। এসময় টিম সংশ্লিষ্ট দপ্তরের উপ-কমিশনার এবং রাজস্ব কর্মকর্তাদের অভিযোগ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের বক্তব্য শুনেন। টিম এতদসংক্রান্ত বিষয়ে রেকর্ডপত্র পর্যালোচনা করেছে।
এনফোর্সমেন্ট টিম রেকর্ডপত্রসমূহ বিস্তারিত পর্যালোচনা করে শিগগির কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া, সিরাজগঞ্জ-এর উল্লাপাড়ায় এলজিইডি কর্মকর্তার বিরুদ্ধে ২০২০-২১ অর্থ বছরে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলাধীন বার্ষিক উন্নয়ন কর্মসূচির ( এডিপি) বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগের উঠেছে। এর প্রেক্ষিতে আজ দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনার সহকারী পরিচালক সাধন চন্দ্র সুত্র ধর এর নেতৃত্বে উপসহকারী পরিচালক মো. মনোয়ার হোসেন, মো. ফেরদৌস রায়হান বকসী এবং মো.মোক্তার হোসেন এর সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট টিম আরও একটি অভিযান পরিচলনা করেছে।