ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে হাইওয়ে পুলিশের গাড়ি আটকিয়ে চাঁদাবাজির প্রতিবাদ

ফটিকছড়ি (চট্টগ্রাম)প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২২, ১৮:৩০| আপডেট : ২৯ জুন ২০২২, ১৮:৩১
অ- অ+

ফটিকছড়িতে চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে দায়িত্বরত নাজিরহাট হাইওয়ে পুলিশের গাড়ি অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে ছাত্রলীগ ও স্থানীয়রা।

বুধবার দুপুরে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি অংশের পাইন্দংয়ের নয়াবাজার রাবারবাগান এলাকায় ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিনের নেতৃত্বে দায়িত্বরত হাইওয়ে পুলিশের গাড়ি অবরোধ করে প্রতিবাদ জানানো হয়।

এসময় গাড়ির ডকুমেন্টপত্র দেখার নামে চালকদের হয়রানি ও চাঁদাবাজি বন্ধে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাইওয়ে পুলিশের কাছে দাবি জানান।

পরে হাইওয়ে পুলিশের হয়রানি ও চাঁদাবাজির বিরুদ্ধে ছাত্রলীগের কর্মীদের মিছিল করতে দেখা যায়।

ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দীন বলেন, "হাইওয়ে থানা অবৈধভাবে নয়াবাজার এলাকায় চাঁদাবাজি করায় আমরা তাদের গাড়ি আটক করে প্রতিবাদ জানাই। পরে ওরা আমাদের দাবি মেনে নেয় এবং আমরা গাড়ি ছেড়ে দিই। আমরা চাই ফটিকছড়িতে দিনের বেলায় কোনো চেকপোস্ট যাতে না বসে। কিছুদিন আগে হাইওয়ে পুলিশের কারণে আমরা আমাদের দুইজন বোনকে হারিয়েছি, আমরা চাই না এমন কোনো ঘটনা আর ঘটুক।'

এ ব্যাপারে নাজিরহাট হাইওয়ে থানার ওসি ওমর ফারুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা একটি সিএনজি আটক করি মামলা দেয়ার জন্য। সিএনজির কাগজ পত্র ছিলনা। উপজেলা ছাত্রলীগের সভাপতি এসে মামলা না দিতে অনুরোধ করলে আমরা গাড়িটি ছেড়ে দিই। এছাড়াও ঘটনাস্থলে ছাত্রলীগ নেতাকর্মী ও স্থানীয়দের বিক্ষুব্ধ মিছিলের বিষয়টি এড়িয়ে যান। ওমর ফারুক।

(ঢাকাটাইমস/২৯জুন/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় শিক্ষককে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা
চাঁপাইনবাবগঞ্জে ৩ দফা দাবিতে রেল অবরোধ
রাঙামাটিতে ট্রাক্টর উল্টে প্রাণ গেল ৩ শ্রমিকের
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ ৩ জনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা