এবার অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘শান’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২২, ১৫:৫৯
অ- অ+

বাংলাদেশ, মালয়েশিয়া, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের পর এবার অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘শান’। সিনেমাটি সে দেশে ডিস্ট্রিবিউশন করছে বঙ্গজ ফিল্মস। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও কর্ণধার তানিম মান্নান গণমাধ্যমে জানিয়েছেন, রবিবার (৩ জুলাই) অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘শান’।

তানিম মান্না বলেন, ‘বাংলাদেশে মুক্তির পর বেশ সাড়া ফেলে সিনেমাটি। এছাড়া মালয়েশিয়া-যুক্তরাষ্ট্রে মুক্তির পরও সিনেমাটি প্রশংসিত হয়। সে কারণে সিনেমাটি আমরা অস্ট্রেলিয়ায় মুক্তি দিচ্ছি। রবিবার থেকে সিডনিতে মুক্তির মাধ্যমে প্রদর্শন শুরু হচ্ছে। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের নিকটস্থ প্রেক্ষাগৃহে সিনেমাটি উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পর্যায়ক্রমে অন্য স্টেটগুলোতেও চলবে।’

‘শান’ সিনেমার কাহিনি গড়ে উঠেছে মানব পাচারকে কেন্দ্র করে। এটি পরিচালনা করেছেন এম এ রাহিম। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। আরও আছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাসসহ অনেকে।

সিনেমাটি অস্ট্রেলিয়ায় মুক্তি পাওয়া প্রসঙ্গে নির্মাতা এম এ রাহিম বলেন, ‘দর্শকদের ভালোবাসায় সিক্ত ‘শান’। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের নানা দেশে মুক্তি পাচ্ছে। খবর নিয়েছি সেখানে দর্শকরা সিনেমাটি দেখে প্রশংসা করেছেন। বিশেষ করে আমেরিকায় ‘শান’ দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ায়। আশা করি সেখানে বসবাসরত বাংলাদেশিদেরও সিনেমাটি ভালো লাগবে।’

এর আগে গেল রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘শান’। একই দিনে মুক্তি পায় মালয়োশিয়াতেও। ঈদের পর ফ্রান্সে প্রদর্শিত হওয়ার পর গত ২৪ জুন যুক্তরাষ্ট্রের ৮০টির মতো প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এবার ‘শান’ দেখতে পাবেন অস্ট্রেলিয়াপ্রবাসীরা।

(ঢাকাটাইমস/০২ জুলাই/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা