১২ জেলায় দুদকের নতুন কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২২, ২১:২৫| আপডেট : ০৩ জুলাই ২০২২, ২১:৩৪
অ- অ+

কার্যক্রম আরও গতিশীল করতে দেশের ১২ জেলায় একযোগে নতুন কার্যালয় চালু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। চলমান ২৪টি সমন্বিত জেলা কার্যালয়ের সঙ্গে নতুন করে যুক্ত হলো এই ১২টি কার্যালয়।

রবিবার দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান, কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক, দুদকের সচিব মো. মাহবুব হোসেন ও দুদকের মহাপরিচালকরা একযোগে কার্যলায়গুলো উদ্বোধন করেন।

জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের পর ফেস্টুন ওড়ানোসহ ফিতা কেটে গোপালগঞ্জ জেলা কার্যালয় উদ্বোধন ঘোষণা করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ|

জামালপুরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক। কিশোরগঞ্জ কার্যালয় উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদক জানায়, এখন থেকে মোট ৩৬ জেলায় জেলা কার্যালয়/সমন্বিত জেলা কার্যালয়ের মাধ্যমে দুদক তার কার্যক্রম পরিচালনা করবে। এর ফলে দুর্নীতি প্রতিরোধে দুদকের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। ইতোমধ্যে ১১৩ জন নতুন সহকারী পরিচালক ও ১৩৭ উপসহকারী পরিচালক পর্যায়ের কর্মকর্তা দুদকে যোগদান করেছেন এবং তাদের প্রশিক্ষণ কার্যক্রম চলমান।

এছাড়াও বিভিন্ন পর্যায়ের নতুন জনবল নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এসকল কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ফলে প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়ে দুদক পূর্ণোদ্যমে কাজ চালিয়ে যাবে। দুদকের অফিস থাকায় জেলাগুলোতে অনিয়ম-দুর্নীতি দমন কার্যক্রম আরও জোরদার হবে।

এর আগে গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৩ জুলাই হতে দুর্নীতি দমন কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ১২ জেলায় নতুন কার্যালয় স্থাপন হবে বলে জানায় দুদক।

তার আগে গত ১ জানুয়ারি থেকে সমন্বিত জেলা কার্যালয়, কক্সবাজার (কক্সবাজার ও বান্দরবন জেলা) এবং ৩০ মার্চ হতে সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুর (মাদারীপুর ও শরীয়তপুর) এর কার্যক্রম চালাচ্ছে দুদক।

(ঢাকাটাইমস/০৩জুলাই/কেআর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গুনিয়ার পলাতক আওয়ামী লীগ নেতা আইয়ুব গ্রেপ্তার
স্বাস্থ্যখাত এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে: ডা. রফিকুল ইসলাম
চরমোনাই পীরকে নিয়ে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে হুমকি!
৮৫ দিন পর সীমান্তে নিহত যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা