‘গ্যাস স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২২, ০৯:৩০| আপডেট : ০৪ জুলাই ২০২২, ১০:১২
অ- অ+
নসরুল হামিদ (ফাইল ছবি)

গ্যাসের স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রবিবার সন্ধ্যা সাতটা ৩৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন জ্বালানি প্রতিমন্ত্রী। পোস্টে সাম্প্রতিক লোডশেডিংয়ের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘গ্যাসের স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে অনেক জায়গাতেই বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। গ্যাসের সরবরাহ স্বাভাবিক হলে বিদ্যুৎ উৎপাদন পুনরায় স্বাভাবিক হবে।’

‘যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে গ্যাসের উচ্চমূল্য ও সরবরাহ সব দেশকেই সমস্যায় ফেলেছে’ উল্লেখ করে নসরুল হামিদ বলেন, ‘বিষয়টি আমাদেরকেও বিরূপ পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে।’

এ পরিস্থিতিতে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। প্রসঙ্গত, সম্প্রতি জাতীয় গ্রিডে চাহিদার তুলনায় অনেক কম বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। রবিবার দিনের বিভিন্ন সময়ে ঢাকা ও এর আশপাশের এলাকায় একাধিকবার লোডশেডিংয়ের তথ্য পাওয়া গেছে।

(ঢাকাটাইমস/০৪জুলাই/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মধ্যরাতে হাতিরঝিলে ইতিহাস গড়া নারী ফুটবলারদের বর্ণাঢ্য সংবর্ধনা দিল বাফুফে
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৮২ ফিলিস্তিনির
ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা