বিএনপির আন্দোলন নিয়ে জনগণ রসিকতা করে: হানিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৫:৫৪ | প্রকাশিত : ০৫ জুলাই ২০২২, ১৪:৫৮

বিএনপির আন্দোলনের কথা শুনলে জনগণ এখন রসিকতা করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বন্যা কবলিত ১০ জেলার অসহায় মানুষদের নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের ত্রাণ উপকমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে ।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আওয়ামী লীগ হচ্ছে গণমানুষের দল। দেশের মানুষের সুখে-দুঃখে আপদে-বিপদে যেকোনো দুর্যোগে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জনগণের পাশে আছে ভবিষ্যতেও থাকবে।’

অতীতের ভয়াবহ বন্যার প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘১৯৭০ সালের ভয়াবহ বন্যা ও জলোচ্ছ্বাসে দেশের ব্যাপক ক্ষতি হয়েছিল। তখন পাকিস্তানের শাসকগোষ্ঠী বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়ায়নি, দাঁড়িয়ে ছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো দুর্যোগ বিপাকে দেশের মানুষের পাশে আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বিরোধী দলে থাকুক আর ক্ষমতাসীন দলে থাকুক যেকোনো অবস্থাতেই মানুষের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে।’

বিএনপির মিথ্যাচারের কথা উল্লেখ করে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘সিলেট সুনামগঞ্জসহ অন্যান্য অঞ্চলে বন্যা দেখা দেওয়ার সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছে। তারপরেও মিথ্যাচার করছে বিএনপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেনাবাহিনী বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ ও সরকারের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষের মাঝে ব্যাপক ত্রাণ বিতরণ করা হয়েছে। দেশের মানুষ বলছে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে সরকার দূরদর্শিতার পরিচয় দিয়েছে। সিলেটবাসীর মাঝে যেই পরিমাণ প্রাণ দেওয়া হয়েছে এটা নজিরবিহীন। এতো পরিমাণ ত্রাণ কখনো দেওয়া হয়নি। তারপরও বিএনপির নেতারা বাসায় ও প্রেসক্লাবে বসে নিয়মিত সরকারের নামে মিথ্যাচার বিষোদগার করে যাচ্ছে। বিএনপির কাজই হচ্ছে মিথ্যাচার করা। ’

বিএনপির নেতিবাচক কর্মকাণ্ড দেশের জনগণ এখনো ভুলেনি উল্লেখ করে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপির রাজনীতি এখন আর জনগণের জন্য নয়, তাদের রাজনীতি হুমকি-ধামকি মাস্তানির কথাবার্তা। প্রতিদিন তাদের কার্যালয়ে বাসায় প্রেসক্লাবে সরকারের সমালোচনা করাই হচ্ছে বিএনপির কাজ। গত ১৩ বছর যাবত তারা বলছে ঈদের পরে আন্দোলন করে সরকারের পতন ঘটাবো। কিন্তু এবার বলছে বন্যার পরে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলে সরকার পতন ঘটানো হবে। বিএনপির আন্দোলনের কথা শুনে জনগণ এখন রসিকতা করে।’

আগামী নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী হবে জানিয়ে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন আসতে এখনো দেড় বছর বাকি। সেই নির্বাচনের বিরুদ্ধে এখনই মিথ্যাচার শুরু করেছে বিএনপি। আগামী নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী হবে। কারো হুমকি-ধমকিতে নির্বাচন বন্ধ হবে না।’

বিএনপির এই মিথ্যাচার থেকে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি যারা মিথ্যাচার করে জনগণকে বিভক্ত করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কার্যনির্বাহী সদস্য রেমন্ড আরেং সহ অনেকেই।

(ঢাকাটাইমস/০৫জুলাই/আরকেএইচ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

শ্রমিক সমাজের এখন বেঁচে থাকাই কষ্টকর: রিজভী

শ্রমজীবীদের ন্যায্য অধিকার নিশ্চিতে বিএনপি সংকল্পবদ্ধ: ফখরুল 

বকশীগঞ্জে দলীয় নির্দেশ অমান্য করে উপজেলা নির্বাচনে নজরুল ইসলাম

সন্ধ্যায় আ.লীগের কার্যনির্বাহী বৈঠক, আলোচনা হবে যেসব বিষয়ে

‘ভারতের কবল থেকে প্রকৃত স্বাধীকারের দাবিতে জনগণ নীরবে প্রস্তুত হচ্ছে’

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: ঢাকা দক্ষিণের আ.লীগ নেতা রিয়াজকে ফের শোকজ

যুবদল সভাপতি টুকুকে কারাগারে প্রেরণের প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ

সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে দমনপীড়নের খড়গ নামিয়ে এনেছে: মির্জা ফখরুল

শান্তিপূর্ণ, নিরাপদ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় আ.লীগ অঙ্গীকারবদ্ধ: ওবায়দুল কাদের

পথচারীদের মাঝে তৃতীয় দিনের মতো পানি ও স্যালাইন বিতরণ জাপার

এই বিভাগের সব খবর

শিরোনাম :