পুলিশের বিশেষ শাখায় পদায়ন হচ্ছে নতুন ৫ অতিরিক্ত ডিআইজি, কারা তারা? জানাচ্ছে ঢাকা টাইমস

বিশেষ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২২, ০৯:৫৭| আপডেট : ১৩ জুলাই ২০২২, ১২:০৩
অ- অ+

পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট বিশেষ শাখা (এসবি) নতুন পাঁচ জন অতিরিক্ত ডিআইজি পাচ্ছে। কারা তারা? পূর্ণাঙ্গ তালিকাটি পেয়েছে ঢাকা টাইমস২৪ডটকম। তাতে দেখা যাচ্ছে, সদ্য ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ময়মনসিংহের পুলিশ সুপার আহমারউজ্জামানকে এসবিতে পদায়নের প্রস্তাব করা হয়েছে। তিনি এর আগে কুমিল্লা ও খাগড়াছড়ির পুলিশ সুপার হিসেবেও কাজ করেছেন। সুনামের সঙ্গে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এক সময়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের সূত্রগুলো ঢাকা টাইমস২৪ডটকমকে আরও জানিয়েছে, ১৩ এপিবিএন এর অধিনায়ক রাশিদুল ইসলাম, সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান, ডিএমপির উপ-কমিশনার সাজ্জাদুর রহমান ও এসবিতে কর্মরত বিশেষ পুলিশ সুপার এজাজ আহমেদ অতিরিক্ত ডিআইজি হিসেবে এসবিতে পদায়ন পেতে যাচ্ছেন।

সূত্রগুলো ঢাকা টাইমসকে জানিয়েছে, অতিরিক্ত ডিআইজির ১৩৮ পদে পদায়নের একটি প্রস্তাব এখন প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় আছে। যেকোনো মুহূর্তে প্রস্তাবটি প্রধানমন্ত্রীর অনুমোদন পাবে এবং পদায়নের প্রজ্ঞাপন জারি হবে।

(ঢাকা টাইমস/১৩জুলাই/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে অব্যাহতি
সাংবাদিকদের কন্ঠরোধে ৩২টি আইন থাকলেও সুরক্ষায় কোনো আইন নেই: কাদের গনি চৌধুরী 
তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়নে আনসার ভিডিপির ‘প্রান্তিক শক্তি’ কর্মসূচি
আওয়ামী ষড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা