বাগেরহাটে বাল্যবিয়ে দেয়ার চেষ্টা, তিনজনের কারাদণ্ড

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২২, ১৭:০৭
অ- অ+

বাগেরহাটে বাল্যবিয়ে দেয়ার অভিযোগে বিবাহ নিবন্ধক (বিবাহ রেজিস্টার) ও দুই অভিভাবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে শহরের নাগেরবাজার বিবাহ রেজিস্টার কাজী আতাউল বারীর কার্যালয়ে এই দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম।

শনিবার সকালে তাদের বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডিতরা হলেন- শহরের নাগেরবাজার এলাকার বিবাহ রেজিস্টার কাজী আতাউল বারী, মেয়ের বাবা সদর উপজেলার ফতেপুর গ্রামের কবির সরদার এবং একই উপজেলার গোবরদিয়া গ্রামের সজিব হালদার।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম সকালে বলেন, বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় অবস্থিত বিবাহ রেজিস্টার কাজী আতাউল বারীর কার্যালয়ে দুই অভিভাবক তাদের অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়েদের বিয়ে দিতে আসেন। এই খবর পেয়ে আমি সেখানে পৌঁছে তাদের জন্মনিবন্ধনের কাগজপত্র পরীক্ষা করতে গিয়ে দেখি তাদের বয়স কম। বিবাহ রেজিস্টার আতাউল বারী তার বিবাহ রেজিস্টারে এই ছেলেমেয়ের নাম নিববন্ধন না করেই সাদা একটি কাগজে স্বাক্ষর নেন। বিবাহ রেজিস্টারে পরে তুলবেন যা দণ্ডনীয় অপরাধ। ছেলে এবং মেয়ের বাবা তাদের সন্তানদের প্রকৃত বয়স গোপণ করে এই বিয়ে দেয়ার চেষ্টা করেছেন। তাই তাদের ২০১৭ সালের বাল্য বিবাহ নিরোধ আইনে সরকারের নিবন্ধিত বিবাহ রেজিস্টার এবং ছেলে ও মেয়ের বাবা প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। শনিবার সকালে তাদের বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাগেরহাট মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন বলেন, বাল্যবিবাহ রোধে মহিলা পরিষদ স্থানীয়দের সব সময় সচেতন করতে কাজ করে যাচ্ছেন। সেখানে সরকারের নিযুক্ত বিবাহ রেজিস্টাররা যদি তথ্য গোপণ করে অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়েদের বিয়ে দেয়ার চেষ্টা করেন, তাহলে দীর্ঘদিন ধরে চলে আসা সামাজিক ব্যধি কিভাবে দূর হবে। প্রশাসনকে এইসব রেজিস্টারদের বিরুদ্ধে আরও কঠোর হতে হবে। প্রয়োজনে বিবাহ রেজিস্টারদের লাইসেন্স বাতিল করার দাবি জানান এই নারী নেত্রী।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ সরকারের করা বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব: দুদক চেয়ারম্যান 
ক্ষতিগ্রস্ত তিন রিকশা চালককে ৫০ হাজার টাকা করে অনুদান ডিএনসিসির, চাকরির প্রতিশ্রুতি
তারেক রহমানের নির্দেশনায় জাবিতে শিক্ষার্থীদের ফ্রি হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন
ঈদযাত্রা: বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৬ মে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা