নিখোঁজের চার দিন পর কিশোরের লাশ মিলল পাটক্ষেতে

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২২, ১১:৩৫| আপডেট : ২১ জুলাই ২০২২, ১২:১১
অ- অ+

চার দিন ধরে নিখোঁজ ছিল কিশোর ভ্যানচালক আকাশ খান (১৪)। অবশেষে তার লাশ মিলল পাটক্ষেতে। ঘটনাটি রাজবাড়ীর। বুধবার রাত ৯টার দিকে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের একটি পাটক্ষেত থেকে আকাশের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আকাশ খান বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মো. রাশেদুল খানের ছেলে। সে গত ১৬ জুলাই থেকে নিখোঁজ ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, ১৬ জুলাই (শনিবার) সকালে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি আকাশ। অনেক খুঁজেও তাকে না পেয়ে পরদিন বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করের আকাশের বাবা মো. রাশেদুল খান।

সেটির তদন্তে নেমেই পাটক্ষেত থেকে উদ্ধার করা হলো আকাশের লাশ। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। সন্দেহের তালিকায় আছে আকাশের তিন-চারজন বন্ধু। তারা সবাই নজরদারিতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে কিশোর আকাশের সন্ধানে কাজ শুরু করি। বুধবার রাত ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

(ঢাকা টাইমস/২১ জুলাই/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা