৪৩তম বিসিএসের প্রশ্নের ভুল যাচাইয়ে বিশেষ কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুলাই ২০২২, ১৮:৪৩

৪৩তম বিসিএসের গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা পরীক্ষার প্রশ্নে কোনো ভুল আছে কি না যাচাই করতে তদন্ত কমিটি করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির চারজন সদস্য ও পরীক্ষা নিয়ন্ত্রককে নিয়ে বিশেষ এই তদন্ত কমিটি করা হয়েছে। পিএসসি সূত্রে এ জানা গেছে।

গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা পরীক্ষা বুধবার অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার পর প্রশ্নের ভুল নিয়ে প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব। প্রশ্নে ভুল নিয়ে তাদের আলোচনার মধ্যেই পিএসসি প্রশ্নের ভুল যাচাইয়ে কমিটি গঠন করল।

পিএসসি সূত্র জানায়, গঠিত বিশেষ তদন্ত কমিটি গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা পরীক্ষার প্রশ্নে কোনো ভুল থাকলে তা চিহ্নিত করবে। সেই আলোকে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৮জুলাই/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :