শ্যামপুরে দুই মাদক চোরাকারবারি আটক

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২২, ২১:১০
অ- অ+

রাজধানীর শ্যামপুর এলাকা থেকে দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১০। এ সময়ে তাদের কাছ থেকে এক হাজার ৮৫০ পিস ইয়াবা, তিনটি মোবাইল ফোন ও নগদ ৩০০ টাকা জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. মেজবাহ উদ্দিন ও আব্দুল মালেক।

র‌্যাব-১০ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকাটাইমসকে এ তথ্য জানিয়েছে।

র‌্যাবের জানায়, বৃহস্পতিবার র‌্যাব-১০ এর একটি দল রাজধানী শ্যামপুর মডেল থানার জুরাইন এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে মো. মেজবাহ উদ্দিন ও আব্দুল মালেক নামের দুই মাদক চোরাকারবারিকে আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে এক হাজার ৮৫০ পিস ইয়াবা, তিনটি মোবাইল ফোন ও নগদ ৩০০ টাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের বরাত দিয়ে র‌্যাব জানায়, আটকরা পেশাদার মাদক চোরাকারবারি। তারা বেশ কিছুদিন ধরে শ্যামপুরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে শ্যামপুর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৪আগস্ট/এএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের: নাছির
ষড়যন্ত্র করে নির্বাচন আটকানো যাবে না, রাজপথেই নির্বাচন আদায় করব: সপু
দেশবাসী প্রস্তুতি নেন, গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জ বানাতে হবে: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা