বিএসএমএমইউ সার্জারি অনুষদের পিএইচডি থিসিস প্রোটোকল মূল্যায়ন কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২২, ০৮:৩৫
অ- অ+

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চক্ষু বিজ্ঞান ও অর্থপেডিক্স সার্জারি বিভাগের পিএইচডি থিসিস প্রোটোকল টেকনিক্যাল কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সার্জারি অনুষদের ডিন কার্যালয়ে এ মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়।

অফথালমোলজি বিভাগের পিএইচডি থিসিসের পরীক্ষক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ পরীক্ষা গ্রহণ করেন।

পরীক্ষাগ্রহণ শেষে তার কার্যালয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের জনসম্পৃক্ত ও জনকল্যাণ কাজে বেশি ব্যবহৃত বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে গবেষণা করতে হবে। মনে রাখতে হবে, রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম।’

সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ‘অপথালমোলজি চেয়ারম্যান অধ্যাপক ডা. জাফর খালেদ, কমিটিউনিটি অপথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শওকত কবির ও ন্যাশনাল ইনিস্টিউট অপথালমোলজি (এনআইও) অধ্যাপক ডা. দীপক কুমার নাগ এ সভায় পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

এরপর ন্যাশনাল ইনিস্টিউট অব ট্রমাটোলোজির (নিটোর) পরিচালক অধ্যাপক গনি মোল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক্স সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বীরু, অধ্যাপক ডা. শ্যামল দেবনাথ, নিটোরের অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম পরীক্ষা গ্রহণ করেন।

(ঢাকাটাইমস/০৫আগস্ট/জেএ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা