চাঁদপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, আটক ১

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২২, ২০:৩০
অ- অ+

চাঁদপুরে প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মুহরী মাসুদ আলমকে পুলিশ গ্রেপ্তার করেছে।

শুক্রবার বিকালে মুহরী মাসুদ আলমকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

বৃহস্পতিবার রাতে শহরের প্রফেসরপাড়া এলাকা থেকে চাঁদপুর সদর মডেল থানার এসআই শাহজাহান মুহরী মাসুদকে আটক করে থানায় নিয়ে আসেন। জানা যায়, প্রবাসী স্বামীর পরিবারের সম্পত্তিগত মামলার নিষ্পত্তি করার কথা বলে গত ২৮ জুলাই শহরের ওয়ারলেস এলাকার একটি বাসায় ডাকা হয় ভুক্তভোগী ওই নারীকে। পরে কৌশলে মাসুদ তাকে ধর্ষণ করে এবং সহযোগী রুবেল তা মোবাইল ফোনে ধারণ করে। স্বামী প্রবাসে থাকায় মামলার যাবতীয় কার্যক্রম পরিচালনা করতেন প্রবাসীর স্ত্রী।

ভুক্তভোগী নারী জানান, মুহরি মাসুদ-এর কাছ থেকে ৯টি খালি স্ট্যাম্প পুলিশ উদ্ধার করেছেন। আমি মাসুদ ও রুবেলের শাস্তি দাবি করছি।

চাঁদপুর সদর মডেল থানার এসআই শাহজাহান জানান, ভুক্তভোগী নারীকে মেডিকেলের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রুবেল নামে অপর আসামি পলাতক রয়েছে।

(ঢাকাটাইমস/০৫আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা