তেজগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নৃত্যশিল্পী দম্পতিসহ আহত ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২২, ০৮:৫৩
অ- অ+

রাজধানীর তেজগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় এক দম্পতিসহ তিনজন আহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে বিএসটিআই অফিসের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-ঝর্না আক্তার (২৬), তার স্বামী মো. রিপন (৩২) ও রিকশা চালক মো. হাবিব (২৬)।

আহতদের মধ্যে ঝর্না ও রিপন নৃত্যশিল্পী। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রিপনের ভাই মো. রুবেল জানান, তেজগাঁও তেজকুনিপাড়া রেলওয়ে কলোনিতে তাদের বাসা। রিপন ও তার স্ত্রী একটি অনুষ্ঠানে রামপুরা গিয়েছিলেন। সেখান থেকে রিকশায় বাসায় ফিরছিলেন। বিএসটিআই অফিসের গেটের সামনে পৌঁছার পর একটি প্রাইভেটকার তাদের রিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা দুজন রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের হাসপাতালে নিয়ে আসে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, স্বামী-স্ত্রী ও রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তাদের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত আছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ পরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী ভুঁইয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাইভেটকার জব্দ ও চালককে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৯আগস্ট/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব‍্যাংকার হয়ে আমি কীভাবে লেখালেখির সময় পাই?
বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দাবি জানানোও যেন অপরাধ: তারেক রহমান
দেশে আসছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আবেদন
আ. লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ চলছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা