বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক কর্মীদের সম্মাননা

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২২, ১৪:২৭
অ- অ+

প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত ক্যাম্পেইনের বিজয়ীদের পুরষ্কার প্রদান করলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।

২৮ জুলাই, বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে ৫৫ জন সেরা পারফর্মার কর্মীদেরকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।

বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেন, এই সম্মাননা ব্যাংক কর্মীদের মাঝে ভালো কাজের উৎসাহ ও অনুপ্রেরণা আরো বৃদ্ধি করবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ। এসময় ব্যাংকের উপদেষ্টা সহিদ হোসেন, দু’জন উপব্যবস্থাপনা পরিচালক কে এম আওলাদ হোসেন ও মো. রফিকুল ইসলামসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ব্যাংকের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গেল মার্চ থেকে জুন পর্যন্ত বিভিন্ন অফার নিয়ে ক্যাম্পেইন পরিচালনা করে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।

(ঢাকাটাইমস/১০আগস্ট/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা