বিয়ের প্রলোভনে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২২, ১৪:৫৯| আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৬:০৫
অ- অ+

নিজের ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করার প্রলোভন দেখিয়ে ৯ম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউপির একটি গ্রামে এই ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত যুবক পাঁচবিবি উপজেলার বাঁশখুর গ্রামের শ্রী বিপিন চন্দ্রের ছেলে নয়ন চন্দ্র (১৯)।

বুধবার দুপুরে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ওই মাদ্রাসাছাত্রীর মা-বাবা দুজনেই ঢাকায় থাকেন। একারনে ওই মাদ্রাসাছাত্রী দাদির সঙ্গে গ্রামের বাড়িতে একাই থাকেন। এই সুযোগে প্রতিবেশী নয়ন চন্দ্র তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সম্প্রতি নয়ন চন্দ্র নিজের ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করার প্রলোভন দেখিয়ে রাতের বেলায় মাদ্রসাছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এদিকে ছাত্রীর মা-বাবা ঢাকা থেকে বাড়ি ফিরে বিষয়টি জানতে পারলে তারা থানায় এসে ধর্ষণের মামলা করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এ ঘটনায় ভুক্তভোগী মাদ্রাসাছাত্রীর পরিবার বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করলে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছেন।

(ঢাকাটাইমস/১০আগস্ট/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় দুজন আটক
সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশে  নিষেধাজ্ঞা
জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ
শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা