রাজধানীতে ছুটির দিনে গাড়ির ধাক্কায় প্রাণ গেল সিএনজিচালকের, মা-ছেলে আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২২, ১১:৩০| আপডেট : ১২ আগস্ট ২০২২, ১১:৩৩
অ- অ+
প্রতীকি ছবি

রাজধানী বনানীতে ছুটির দিনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. শহিদুল ইসলাম (৫০) নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা দুই যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ২টার দিকে আর্মি স্টেডিয়ামের সামনে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সিএনজিচালকের মৃত্যু হয়। সিএনজির আহত দুই যাত্রী মালতি রানী (৪৫) ও বিশ্বজিৎ (২৫) ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। তারা সম্পর্কে মা ও ছেলে।

বনানী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জুবায়দুল বলেন, ‘দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সিএনজিচালকের মৃত্যু হয়। বাকি দুজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। মায়ের অবস্থা আশঙ্কাজনক।’

তিনি আরও বলেন, ‘আমরা সিসি টিভির ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’

নিহতের গ্রামের বাড়ি যশোর জেলায় ও আহতদের গ্রামের বাড়ি নাটোরে।

(ঢাকাটাইমস/১২আগস্ট/এমএইচ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা
তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা