গুলিবিদ্ধ হয়ে বিজিবি সদস্যের মৃত্যু

সিলেট ব্যুরো
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২২, ১৬:০০
অ- অ+

সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের আইওর বিওপিতে কর্মরত এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য (সিপাহী সিগন্যালম্যান) গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। অনুশীলনের সময় ‘দুর্ঘটনাজনিত ফায়ারে’ তিনি গুলিবিদ্ধ হন। রবিবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত নিশান ভৌমিক (২৯) নোয়াখালী জেলার সদর উপজেলার দৌলতপুর গ্রামের মৃত প্রিয়লাল ভৌমিকের ছেলে। তিনি দুই বছর বয়সী দুই জমজ ছেলে সন্তানের বাবা।

বিজিবি জানায়, রবিবার সকালে ‘অস্ত্রের মেকসেফ ড্রিল’ অনুশীলনের সময় ‘দুর্ঘটনাজনিত ফায়ারে’ গুলিবিদ্ধ হন নিশান ভৌমিক। দ্রুত তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার জন্য রওয়ানা দেয় বিজিবি সংশ্লিষ্টরা। কিন্তু পথিমধ্যে তার অবস্থার অবনতি হলে তাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিশান ভৌমিকের মরদেহ তার গ্রামের বাড়িতে প্রেরণ করা হচ্ছে। সেখানে ফেনী ব্যাটালিয়ান (৪ বিজিবি) তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করবে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল খোন্দকার মো. আসাদুন্নবী, পিএসসি জানান, নিশান ভৌমিক ১০ বছরেরও বেশি সময় ধরে বিজিবিতে কর্মরত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সিপাহী সিগন্যালম্যান হিসেবে কাজ করছিলেন।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা