ব্রহ্মপুত্রের নদে ডুবে শিশু নিখোঁজ

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২২, ২০:০০
অ- অ+

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে ডুবে ইতি খাতুন (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।

সোমবার দুপুরে ছয়ানীপাড়া এলাকার ব্রহ্মপুত্র নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ইতি খাতুন উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছয়ানীপাড়া গ্রামের এরশাদ আলীর মেয়ে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবীর পানিতে ডুবে কন্যা শিশু নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে নদী থাকায় প্রায় দিনই এখানকার বাচ্চারা বালু, কাঁদা নিয়ে খেলা করে। অনেকে নদীতে গোসল করে। ইতি খাতুনও বন্ধুদের সাথে ধরলা নদীর তীরে খেলতে যায়। তীরের কিনার দিয়ে দৌড়াতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে ডুবে যায়। সাথে থাকা বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা দৌড়ে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে উলিপুর ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল উদ্ধার কাজ শুরু করে।

ওসি ইমতিয়াজ কবীর বলেন, ব্রহ্মপুত্রের শাখা নদীতে পানিতে ডুবে শিশুটি নিখোঁজ হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের দল যৌথভাবে উদ্ধারের কাজ চালাচ্ছে। এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
বনানীতে পথশিশু ধর্ষণ 
তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত হবে এ বছরই: উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা